মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রূপনারায়ণে কোটালের জেরে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হাওড়ার বিস্তীর্ণ এলাকার আলুর খেত। প্রায় ১০০ বিঘা জমির ফসল নষ্ট হবার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে মাথায় হাত চাষিদের।
কৃষকরা জানিয়েছে, এমনিতেই ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়ার একাধিক এলাকা। এরই মাঝে শনিবার রাতে জোয়ারের জেরে বাঁধ ভেঙে জল ঢোকে আমতা বিধানসভা কেন্দ্রের দীপাঞ্চল ঘোড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিতনান এলাকার আলু খেতে। রবিবার সকাল থেকে কোনওরকমে চাষিরা আলু তুলতে শুরু করেন। তবে তা সত্ত্বেও প্রচুর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছিল ডিভিসি। যার ফলে উদয়নারায়ণপুরের ১০০০ বিঘা আলুর জমির আলু নষ্ট হয়েছে। চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে একহাত নিয়েছিলেন। সরকার ন্যায্য মূল্যে সেই আলু কিনে নেবে বলেও জানিয়েছিলেন। আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৯০০ টাকা করার কথাও ঘোষণা করেছিলেন। সেই ঘটনার কয়েকদিনের ব্যবধানে ফের আলু নষ্টের সম্ভাবনা তৈরি হয়েছে।। এতে দর বাড়তে পারে বলে আশঙ্কা করছে আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.