Advertisement
Advertisement
Farming Tips

গরমেই ফলের চাষে মাছির উপদ্রব বেশি হয়, কীভাবে মোকাবিলা করবেন? জেনে রাখুন

একটু সাবধান থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

Here is how you can keep fruit flies off this summer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 10, 2021 2:08 pm
  • Updated:March 10, 2021 2:08 pm

মাছির আক্রমণে বিভিন্ন প্রজাতির ফল ও সবজির ব্যাপক হারে ক্ষতি হয়। প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ফসল নষ্ট হতে পারে। প্রতিকার জানাচ্ছেন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (Bidhan Chandra Krishi Viswavidyalaya) কৃষি কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. কুশল রায়।

গ্রীষ্মকালীন সবজি ও ফল, প্রধানত করলা, লাউ, কুমড়ো, চিচিঙ্গা, ঝিঙে, পটল, শসা, কাঁকরোল, কুদরী, আম, পেয়ারা, লেবু। মাছির আক্রমণে এই ফসল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০% পর্যন্ত ফসল মাছির দ্বারা আক্রান্ত হতে পারে। খুব স্বাভাবিক ভাবেই কৃষক ভাইয়েরা ফলে মাছির সংক্রমণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এ বিষয়ে আপনাদেরকে অবগত করার উদ্দেশ্যে এই ছোট্ট প্রতিবেদনটির উপস্থাপনা। আশাকরি পাঠককুল উপকৃত হবেন এই প্রতিবেদনটি পড়ে।

Advertisement

পূর্ণাঙ্গ ফলের মাছি (ফ্রুট ফ্লাই) ৪-৭ মিমি লম্বা, সরু, হালকা বাদামী রঙের ও স্বচ্ছ ডানাযুক্ত। স্ত্রী মাছি নরম ফলের ত্বকের নিচে গর্তের মধ্যে একক ভাবে বা গুচ্ছাকারে ৪-১০টি ডিম পাড়ে। ম্যাগট (অপূর্ণাঙ্গ পোকা) ডিম ফুটে বেরিয়ে ফলের ভিতরে ঢুকে নরম শাঁস ও বীজ খায়। আক্রান্ত ফলের ত্বকে সোনালি রস ছোট্ট পুঁতির আকারে জমাট বেঁধে থাকে, যা দেখে সহজেই পোকার আক্রমণের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত ফলের উপর চাপা, বিবর্ণ ও বিকৃত দাগ সৃষ্টি হয়। এরূপ ফল খাওয়ার অনুপযুক্ত। অচিরেই আক্রান্ত ফল ছত্রাক ও ব্যাক্টিরিয়ার সংক্রমণে পচে যায়। অনেক সময় আক্রান্ত ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে। পূর্ণবর্ধিত ম্যাগট সাদা রঙের, ফল থেকে বেরিয়ে মাটির ১.৫–১৫ সেমি গভীরে পুত্তলীতে রূপান্তরিত হয়। প্রায় ১২-৩৪ দিনে এরা একটি জীবনচক্র সম্পন্ন করে। পূর্ণাঙ্গ ফলের মাছি সারাবছর তৎপর থাকলেও গ্রীষ্মকালে এদের আক্রমণ বেশি হয়।

প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে নিম্নলিখিত পদক্ষেপ গুলি নিতে হবে –

  • গ্রীষ্মকালে জমিতে চাষ দিয়ে পুত্তলী নষ্ট করে ফেলতে হবে।
  • আক্রান্ত ফল সংগ্রহ করে জমি থেকে দূরে মাটির প্রায় ২ ফুট গভীরে পুতে নষ্ট করে ফেলতে হবে।
  • গাছে ফল ধরার পর কাগজ বা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিলে সুফল মেলে।
  • বিঘা প্রতি ৩-৪ টি ফ্রুট ফ্লাই ফেরোমন ট্র্যাপ মাটি থেকে ৫ ফুট উপরে খুঁটির সঙ্গে (ফলের
  • গাছের ক্ষেত্রে ডালে) স্থাপন করে পুরুষ মাছি আকর্ষণ ও নিধনের ব্যবস্থা করলে সুফল পাওয়া যায়।

[আরও পড়ুন: মেলেনি সেচের জল, ধানের চারা তৈরি করেও রোপন করতে পারছেন না বর্ধমান কৃষকরা]

নিরাপত্তামূলক ব্যবস্থা-

নিমঘটিত কীটনাশক (নিমাজল, ইকোনিম প্লাস) ২.৫-৩ মিলি বা পাইরিথ্রাম ২% এক্সট্রাক্ট ২ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে ৭ দিন অন্তর গাছে ফুল আসার পর সাবধানতামূলক ব্যবস্থা হিসাবে সন্ধ্যের পর স্প্রে করলে সুফল মেলে। এক বিঘা ফসলে স্প্রে করতে ৭০ লিটার জল প্রয়োজন।

কীটনাশকের ব্যবহার-

সন্ধ্যার পর সায়ান্ট্রানিলিপ্রোল ১০.২৬% ওডি (সায়াজিপায়র, বেনেভিয়া) ১.৮ মিলি বা ডেল্টামেথ্রিন ২.৮% ইসি (ডেসিস, রাভেন) ১ মিলি বা সাইপারমেথ্রিন ২৫% ইসি (সিম্বুশ, টাটা সাইপার) ১ মিলি বা স্পাইনোস্যাড ৪৫% এসসি (ট্রেসার, স্পিন্টার, কণসার্ভ) ০.৩ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে ১৫ দিন অন্তর ৩-৫ টি স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। স্প্রে করার আগে ব্যবহারযোগ্য ফল তুলে নিতে হবে। একই কীটনাশক বারবার না দিয়ে বদলে ব্যবহার করুন।

বিষ টোপের ব্যবহার-

এক লিটার জলে ৪০০ গ্রাম গুড় + ১০ মিলি ম্যালাথিয়ন ৫০% ইসি (ম্যালাথিয়ন, সাইথিয়ন) বা ২.৫ মিলি স্পাইনোস্যাড ৪৫% এসসি বা ১০ মিলি অ্যাবামেক্টিন ১.৯% ইসি (অ্যাবাসিন) + ১০ গ্রাম ইষ্ট হাইড্রোলাইসেট মিশিয়ে বড় বড় ফোঁটার আকারে গাছের উপর স্প্রে করলে কিংবা চওড়া মুখ ওয়ালা পাত্রে নিয়ে গাছের ডালে বা মাটি থেকে ৫ ফুট উপরে স্থাপন করলে পূর্ণাঙ্গ মাছি নিধন করা যায়।

কাটা ফলের উপর ঐ দ্রবণ লাগিয়ে ছাউনিযুক্ত জায়গায় প্লেটের উপর রেখে পূর্ণাঙ্গ মাছি দমন করা সম্ভব। ফলের মাছির সুসংহত নিয়ন্ত্রণ উল্লিখিত পদ্ধতিগুলি একটি এলাকার সমস্ত কৃষক ভাইদের সম্মিলিতভাবে পালনের মাধ্যমে সম্ভবপর।

[আরও পড়ুন: শীত কমতেই মুকুলে ভরল আমবাগান, মালদহে এবার রেকর্ড গড়তে পারে আমের ফলন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement