Advertisement
Advertisement

লক্ষ্মীলাভে ড্রাগন ফ্রুটই নয়া দিশা কালনার কৃষকদের

ক্যানসার প্রতিরোধী ফল চাষ করে বছরখানেকের মধ্যে আয় দ্বিগুণ হয়েছে কৃষকদের৷

Dragon fruit cultivation in Kalna
Published by: Sayani Sen
  • Posted:November 16, 2018 5:57 pm
  • Updated:November 16, 2018 5:57 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: থাইল্যান্ডের ফল চাষ করেই বিপুল লাভ পাচ্ছেন বাংলার কৃষকরা৷ ক্যানসার প্রতিরোধক ‘ড্রাগন ফ্রুট’ ব্যাপক হারে চাষ হচ্ছে কালনার মাটিতেই। দেড়বছর আগেই পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করেছিল উদ্যানপালন দপ্তর৷ সামান্য পরিশ্রমে মিলেছে সাফল্য। শুরু হয়েছে ফলনও। অতিরিক্ত অর্থলাভ হওয়ায় খুশির হাওয়া কৃষকমহলে৷ 

[গমের পরিবর্তে মুসুর-সরিষা চাষই নয়া দিশা কৃষকদের]

‘ড্রাগন ফ্রুট’ মূলত থাইল্যান্ডের ফল। মধ্য আমেরিকার মাটিতেই বেশি জন্মায় এই ফল। থাইল্যান্ডের বাণিজ্যিক আয়ের অধিকাংশই নির্ভর করে এই ফলের উপর৷ খেতে যথেষ্টই সুস্বাদু৷ ভিটামিন সি ও নানা উপকারি উপাদান থাকায় এই ফলের স্বাস্থ্যগুণও যথেষ্ট৷ চিকিৎসকদের মতে, ক্যানসারও প্রতিরোধ করতে পারে ড্রাগন ফ্রুট৷ বাজারে এই ফলের চাহিদাও প্রচুর। 

Advertisement

Dragon Fruit

[অত্যাধুনিক পদ্ধতিতে ফুলকপি চাষ করে নজির গড়ল মুর্শিদাবাদ]

উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কম খরচে অতিরিক্ত লাভের জন্য ড্রাগন ফ্রুটের কোনও বিকল্প নেই৷ তবে ভারতবর্ষে এই ফলের চাষ বিশেষ হয় না। মূলত বাইরে থেকেই আমদানি করা হয়৷ ফলে অনেক সময়ই জোগান দেওয়া সম্ভব হয় না৷ তাই কালনা উদ্যান পালন দপ্তরের উদ্যোগেই এই ক্যাকটাস জাতীয় ফসল চাষ শুরু হয়৷ কালনার দু’নম্বর ব্লকের পনেরোজন কৃষককে বিনামূল্যে চারা দেওয়া হয়েছিল৷ ড্রাগন ফ্রুট চাষের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করা হয় কৃষকদের৷ বছরদেড়েক আগে শুরু হয় চাষ৷ মাসখানেক আগে গাছে গাছে দেখা দেয় ফল৷

[থাইল্যান্ডের অর্কিড ফুটিয়েও হতে পারে লক্ষ্মীলাভ, জেনে নিন চাষের পদ্ধতি]

কালনার পূর্ব সাতগাছিয়ার সতপটি মাঠের পাড়ার বাসিন্দা রহমতউল্লা শেখও ড্রাগন ফ্রুট চাষ করেন৷ তিনি বলেন,‘‘প্রথমবার ড্রাগন ফ্রুট চাষ করতে গিয়ে ভয় লেগেছিল৷ আদৌ লাভ হবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম৷ গাছ বসানোর বছরখানেকের মধ্যেই গোলাপি এবং সাদা রঙের ফলে ভরে যায় গাছ৷ তা দেখে আশঙ্কা অনেকটাই কমে যায়৷’’ ৩০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় ড্রাগন ফ্রুট৷ কলকাতার মতো বর্ধমানের বাজারেও এই ফলের যথেষ্ট চাহিদা রয়েছে৷ তাই কলকাতায় আমদানি করেও যেমন অর্থের মুখ দেখছেন কৃষকরা৷ তেমনই বর্ধমানের ব্যবসায়ীদের কাছেও ড্রাগন ফ্রুট বিক্রি করতে পারছেন তাঁরা৷ বিপুল অর্থলাভ হওয়ায় যথেষ্ট খুশি হয়েছেন কালনার কৃষকরা৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement