Advertisement
Advertisement
Ahead of panchayat elections WB government presented budget focusing on tea sector

রাজ্য বাজেট ২০২৩: আরও এক বছর ‘সেস’ মকুব, উচ্ছ্বসিত চা শিল্পমহল

শিল্পের জন্য অত্যন্ত ভাল পদক্ষেপ বলেই দাবি টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র।

Ahead of panchayat elections WB government presented budget focusing on tea sector । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 16, 2023 2:46 pm
  • Updated:February 16, 2023 2:46 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাজ্য বাজেটে কাঁচা চা পাতার উপরে আরও এক বছর ‘সেস’ মকুবের সিদ্ধান্তে উচ্ছ্বসিত উত্তরের চা চাষি ও চা শিল্পপতি মহল। পাশাপাশি বুধবার বাজেটে রাজ্য সরকার কৃষি আয়কর মকুবের কথা ঘোষণা করায় চা বণিকসভাগুলো মনে করছে এতে সার্বিকভাবে চা শিল্প উপকৃত হবে। সেস ও কৃষি আয়কর মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চা শিল্পমহল।

টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, ‘‘চা শিল্পের জন্য অত্যন্ত সদর্থক এবারের রাজ্য বাজেট। চা শিল্পে সেস মকুব করা হয়েছে। এটা শিল্পের জন্য অত্যন্ত ভাল পদক্ষেপ। আমরা রাজ্য সরকারের ভূমিকার সাধুবাদ জানাচ্ছি। আশা করছি, ধুঁকতে থাকা চা শিল্পের পুনর্জীবনের জন্য ভবিষ্যতে আরও কিছু সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার।’’

Advertisement

[আরও পড়ুন: আমের জেলায় শুরু নয়া ইনিংস, এবার জাপানের ‘মিয়াজাকি’ ফলাবে মালদহ]

প্রায় একই বক্তব্য ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি বিজয়গোপাল চক্ররবর্তী বলেন, ‘‘কাঁচা চা পাতার উপরে কেজি প্রতি ১২ পয়সা সেস দিতে হত। সেটা রাজ্য সরকার দু’বছর আগে মকুব করেছিল। এবার মকুবের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এর ফলে চা চাষিরা উপকৃত হবে।’’

উত্তরে পঞ্চাশ হাজার চা চাষি রয়েছে। তাঁরা মূলত কাঁচা পাতা উৎপাদন করেন। ‘সেস’ মকুবের ফলে বড় চা বাগানের পাশাপাশি ওই চা চাষিরাও উপকৃত হবেন। যদিও এবারের রাজ্য বাজেটে ছোট চা বাগান নিয়ে কোনও নীতি ঘোষণা না হওয়ায় চা চাষিরা কিছুটা হতাশ হয়েছেন।

[আরও পড়ুন: কৃষিজমির অভাব? বাড়িতে থাকা বস্তায় আদা চাষেই বিপুল লক্ষ্মীলাভের সম্ভাবনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement