Advertisement
Advertisement
world music day

পর্দায় এবার পার্বতী বাউলের জীবনী, বিশ্ব সঙ্গীত দিবসে মুক্তি পাবে বিশেষ তথ্যচিত্র

কোথায় দেখা যাবে এই তথ্যচিত্র?

SVF muisc launch Parvathy Baul's Documentary on world music day
Published by: Akash Misra
  • Posted:June 20, 2024 6:53 pm
  • Updated:June 20, 2024 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহারের মেয়ে মৌসুমী পারিয়াল থেকে গোটা বিশ্বের কাছে পার্বতী বাউল। এই যাত্রাটা একেবারেই স্বপ্নের মতো। বলা ভালো এই যাত্রা অনুপ্রেরণা জোগায়। হ্যাঁ, পার্বতী বাউল এমনই এক মানুষ, যাঁর সুরে, যাঁর কণ্ঠে যেন ঈশ্বরের বাস। সর্বশক্তিমানের প্রেমে বিলীন হয়েই তো বাউল হিসেবে তাঁর জার্নি শুরু। তবে একটা ট্রেনের কামরা ও অন্ধ বাউলের গানই তাঁর বাউল হওয়ার যাত্রার শুরু। এই পার্বতী বাউলের এই জীবন কাহিনিই এবার উঠে আসবে এক তথ্যচিত্রে। এসভিএফের প্রযোজনায় তৈরি এই তথ্যচিত্রের পরিচালক শুভদীপ গুহ।

শান্তিনিকেতনে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন কোচবিহারের কিশোরী মৌসুমী পারিয়াল। সেই সময়ে ট্রেনে এক অন্ধ বাউলের গান তাঁর মন ছুঁয়ে যায়। তাঁর মনে হচ্ছিল, এই গান তাঁর মনকে যে কোন দূরদূরান্তে নিয়ে যাচ্ছে। তিনি যেন হারিয়ে যাচ্ছেন মহাশূন্যে। ঈশ্বরের কাছে। বিশ্বভারতী থেকে তিনি ভিজ্যুয়াল আর্টের শিক্ষা নেন। পাশাপাশি কখনও নিজের অন্তরে মরে যেতে দেননি বাউল গানের ওপর তাঁর প্রেমকে। ভিজ্যুয়াল আর্টের পাশাপাশি পার্বতী শেখেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও কত্থক নৃত্য।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

শান্তিনিকেতনে ভিজ্যুয়াল আর্ট নিয়ে পড়ার সময় তাঁর সুযোগ হয়, বাউলদের স্কেচ করতে গিয়ে তাঁর সম্পর্ক হয়ে ওঠে নিবিড়। বাউলদের সঙ্গে, বাউল সঙ্গীতের সঙ্গে। গুরু-মা ফুলমালা দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের সঙ্গ লাভ করেন মৌসুমী। বছরের পর বছর, বিভিন্ন বাউলের সঙ্গে থেকে গান শেখেন মৌসুমী। হয়ে ওঠেন পাবর্তী বাউল। তবে তাঁর নাম কেবল পার্বতী বাউল নয়, তিনি হয়ে ওঠেন গুরু মা। পার্বতীর কথায়, ‘মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা এক উত্তরণের গল্প’। বাউল সঙ্গীতকে দেশে বিদেশে সফলভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী বাউল। তাঁর গানে আজও মুগ্ধ আট থেকে আশি। পার্বতী বাউলের সেই জীবন চিত্রই এবার দেখা যাবে এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসে মুক্তি পাচ্ছে এই তথ্যচিত্র।

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement