Advertisement
Advertisement

Breaking News

Joy Goswami

‘কয়েক রাত ঘুমোতে পারছি না’, RG Kar নিয়ে ‘অসহায়তা’ প্রকাশ জয় গোস্বামীর

আর জি করে ঢুকে বহিরাগতরা যে তাণ্ডব দেখিয়েছে, তা আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা বলে মনে করছেন কবি জয় গোস্বামী। এনিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

Joy Goswami reacts on RG Kar Hospital case through video messege
Published by: Sucheta Sengupta
  • Posted:August 15, 2024 8:35 pm
  • Updated:August 15, 2024 10:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হয়, সমাজের দর্পণ সাহিত্য। সমাজের ওঠাপড়া, ভাঙাগড়া যদি সৃষ্টিশীল মানুষের আবেগকে ধাক্কা না দেয়, তাহলে তাঁদের সংবেদনশীলতা নিয়েই প্রশ্ন উঠে যায়। আর জি কর হাসপাতালে সম্প্রতি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে, তা গোটা দেশ উত্তাল। বিভিন্ন মহল প্রতিবাদে সোচ্চার। সমাজের বিশিষ্ট মানুষজনও তাঁদের সৃষ্টিশীল কাজকর্মের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। সোচ্চার হচ্ছেন সুবিচারের দাবিতে। এবার আর জি কর কাণ্ড নিয়ে বিবৃতি দিলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে এ বিষয়ে নিজের অসহায়তার কথাই তুলে ধরলেন কবি। বললেন, ”আমি ন্যুব্জ, অথর্ব। আমি তো প্রতিকারে কিছু করতে পারছি না। কিন্তু চাইব, মেয়েরা কর্মক্ষেত্র হোক বা রাস্তাঘাট – সর্বত্র সুরক্ষিত থাকুক।”

আর জি করে (RG Kar Hospital)তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রথমেই জয় গোস্বামী বলছেন, ”গত কয়েকটা রাত আমি ঘুমোতে পারিনি। খেতে বসতেও পারছি না। শুধু মনে হচ্ছে, আমার মেয়ের সঙ্গেও যদি এমনটা হতো…আমি ভাগ্যবান যে এমন কিছু হয়নি। কিন্তু ওখানে যা ঘটেছে, যেভাবে মেয়েটির উপর নৃশংস অত্যাচার করে তাঁর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তা জানার পর তাঁর মা-বাবার মনের অবস্থা কী হয়েছে সেটাই ভাবছি।” শুধু এই ঘটনাই নয়, বুধবার মধ্যরাতে আর জি করে ঢুকে বহিরাগতরা যে তাণ্ডব দেখিয়েছে, তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন জয় গোস্বামী। তাঁর মতে, এটা একটা আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা।

Advertisement

[আরও পড়ুন: রাজভবনের চা চক্রে আমন্ত্রিত নন মেয়র ও সিপি, ‘একফোঁটা জলও খাইনি’, মন্তব্য ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রীর]

এর প্রতিবাদ জানাতে গিয়ে জয় গোস্বামীর বক্তব্য, ”আমি এখন বৃদ্ধ, অথর্ব, ন্যুব্জ। আমার প্রতিকার করার ক্ষমতাও নেই। কী আর করব? তবে আমি একান্তভাবে চাই মেয়েরা কার্যক্ষেত্রে, জীবনক্ষেত্রে সুরক্ষিতভাবে (Secure) চলাচল করুক। তাঁদের উপর কখনওই যেন আর এমন নৃশংসতা না হয়। এর সুনির্দিষ্ট বিচার হোক। অপরাধী বা অপরাধীরা সকলে শাস্তি পাক।”

শুনুন তাঁর বার্তা: 

এর আগে একাধিকবার নানা ইস্যুতেই জয় গোস্বামীকে অত্যন্ত নরমে-গরমে প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে। বিশেষত শাসক-বিরোধিতা উঠে এসেছে তাঁর কলমে। সেই সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে উন্নাও-হাথরাসের নারী নির্যাতন নিয়ে কবিতা লিখেছেন তিনি। নাম না করে ‘গেরুয়া’ বিরোধিতা করেছেন। এবার আর জি কর হাসপাতালের মতো তোলপাড় ফেলা ঘটনা নিয়েও চুপ থাকতে পারলেন না। ভিডিও বার্তা নিজের ক্ষোভ, রাগ উগরে দিলেন বর্ষীয়ান কবি।

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডে চোখে জল রচনার, অভিযুক্তের কড়া শাস্তির দাবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement