সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আপনার কাজ শংসাপত্র দেওয়া, কাটাছেঁড়া করা নয়”-এই ভাষাতেই শুক্রবার সিবিএফসি প্রধান পহলাজ নিহলানিকে বিঁধলেন বম্বে হাই কোর্টের বিচারপতি৷
বেশ কয়েকদিন ধরেই উড়তা পাঞ্জাব বিতর্কে সরগরম দেশের রাজনীতি৷ ছবিতে ৮৯ কাটছাঁটের দাবি করা হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর পক্ষ থেকে৷ এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টে যান ছবির প্রযোজকরা৷ শুধু তাই নয়, প্রবল বাক-বিতন্ডাতেও জড়িয়ে পড়েন ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ ও পহলাজ নিহলানি৷
আপ-এর থেকে টাকা নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন অনুরাগ, অভিযোগ করেন পহলাজ৷ প্রমাণ না করতে পারলে পহলাজকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অনুরাগ৷ এরই মাঝে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল মন্তব্য করেন, বিজেপি ও পাঞ্জাবের অকালি দলের পরোক্ষ মদতেই এই সমস্ত করছেন পহলাজ৷ এই বিতর্কে ‘উড়তা পাঞ্জাব’ টিমের পাশেই দাঁড়িয়েছে গোটা বলিউড৷
এ দিন বম্বে হাই কোর্টের বিচারপতি সিবিএফসি প্রধানকে বলেন, আপনি ছবিটিকে ‘রেডিমেড পাবলিসিটি’ দিচ্ছেন৷ ওদের প্রচার খরচের আর দরকার নেই৷ আপনি দেখতে না চাইলে, রিমোট তো হাতে থাকছেই৷ ছবির প্রযোজকরা এদিন একটি মাত্র দৃশ্য বাদ দিতেই সম্মত হন৷ আর ছবিতে কোনও পরিবর্তন আনতে রাজি তাঁরা নন বলেই জানা গিয়েছে আদালত সূত্রে৷ আপাতত আগামী শুনানির দিন ১৩ জুন স্থির করেছে বম্বে হাই কোর্ট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.