Advertisement
Advertisement

Breaking News

হায়দরাবাদকে চমকে দিল এই অন্তর্বাসের ফেরিওয়ালা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাপোষা একজন অন্তর্বাস ফেরিওয়ালা৷ হায়দরাবাদের রাস্তায় দাঁড়িয়ে সুর করে অন্তর্বাস বিক্রি করছেন৷ এমনটা তো হামেশাই হয়৷ কিন্তু আদতে দেখা যাচ্ছে, এই ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার ধুম পড়েছে পথচারীদের মধ্যে৷ কেন একজন অন্তর্বাস ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার হিড়িক? ভিড়ের মাঝে উঁকি দিলেই অবশ্য কারণটা পরিষ্কার হবে৷ কেননা যিনি ফেরিওয়ালা তিনি স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকি৷আরও […]

you will surprise to watch Nawazuddin Siddiqui is selling underwear
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 8:26 pm
  • Updated:August 26, 2016 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাপোষা একজন অন্তর্বাস ফেরিওয়ালা৷ হায়দরাবাদের রাস্তায় দাঁড়িয়ে সুর করে অন্তর্বাস বিক্রি করছেন৷ এমনটা তো হামেশাই হয়৷ কিন্তু আদতে দেখা যাচ্ছে, এই ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার ধুম পড়েছে পথচারীদের মধ্যে৷ কেন একজন অন্তর্বাস ফেরিওয়ালার সঙ্গে ছবি তোলার হিড়িক? ভিড়ের মাঝে উঁকি দিলেই অবশ্য কারণটা পরিষ্কার হবে৷ কেননা যিনি ফেরিওয়ালা তিনি স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকি৷

কিন্তু তিনিই বা এমন কাজ করছেন কেন? অভিনয়ে আসার আগে নানা কাজ করেছেন৷ স্ট্রাগলের দিন কম যায়নি তাঁর৷ কিন্তু অনেক কষ্টেই সে দিন পেরিয়ে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ এখন বলিপাড়ার স্ট্রং অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকে প্রথম সারিতেই৷ সেই নওয়াজ কি না, হায়দরাবাদের রাস্তায় রাস্তায় অন্তর্বাস ফেরি করে বেড়াচ্ছেন! হলটা কী?

Advertisement

আসলে হয়েছে যেটা, তা হল রিল লাইফ মিশে গিয়েছে রিয়েল লাইফে৷ রূপোলি পর্দায় ফ্রিকি আলি রূপে nawazpromoহাজির হচ্ছেন নওয়াজ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ সেখানে প্রথমেই দেখা গিয়েছিল, ফ্রিকি আলি ওরফে নওয়াজ চল্লিশ টাকায় অন্তর্বাস বিক্রি করছেন৷ আর তা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল আমদর্শক৷ ট্রেলার মুক্তির দিন ছবির এই অংশটি অভিনয় করে দেখিয়েওছিলেন তিনি৷ এবার সত্যি সত্যিই নামলেন রাস্তায়৷ না কোনও সেট নয়, একেবারে হায়দরাবাদের রাস্তায় হাতে অন্তর্বাস নিয়ে ফেরি করা শুরু করলেন নওয়াজ৷ ছবির প্রমোশন ঠিকই, তবে এখানেও নওয়াজ পারফেকশনিস্ট৷ এমনভাবে তিনি অন্তর্বাস ফেরি করা শুরু করলেন যে, প্রফেশনাল ফেরিওয়ালার সঙ্গে যেন তাঁর কোনও ফারাকই নেই৷ আসলে এই প্রথম বলিউডের কোনও মেইনস্ট্রিম ছবিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নওয়াজকে৷ আর তাই ছবির প্রমোশনে কোনওরকম খামতি রাখতে নারাজ নওয়াজ৷ ফ্রিকির পাগলামি পর্দা থেকে তাই চারিয়ে দিয়েছেন প্রমোশনেও৷ এবার বড়পর্দায় আরও একবার বাজিমাত করতে পারেন কি না, তা জানা যাবে ৯ সেপ্টেম্বর ছবি মুক্তির পরই৷

ভিডিওতে দেখে নিন নওয়াজের অন্তর্বাস ফেরি-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement