Advertisement
Advertisement

Breaking News

জানেন, অস্কার পুরস্কারের মূল্য কত?

জানলে অবাক হয়ে যাবেন।

You will be stunned after knowing about the price of Oscar statue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 7:38 am
  • Updated:September 11, 2020 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা  জগতের সর্বোচ্চ সম্মান অস্কার৷ সত্যজিত রায় থেকে এ আর রহমানের অস্কার জেতায় সমস্ত দেশে বয়ে গিয়েছিল খুশির জোয়ার৷ আগামী সোমবার প্রদান করা হবে ২০১৭ সালের অস্কার পুরস্কার৷

(সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা)

তবে যে অস্কার নিয়ে এত মাতামাতি জানেন কী তার বাজার মূল্য কত? শুনলে আশ্চর্য হবেন, মাত্র ১০ ডলার মূল্য অস্কার মূর্তিটির৷ যদিও মূর্তিটি বানাতে খরচ হয় প্রায় ৪০০ ডলার, একটি আইন অনুযায়ী সেটার দাম ১০ ডলারের বেশি রাখা যাবে না৷ কোনও অস্কার নিলাম করতে হলে আগে তা ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স এন্ড সাইন্সেস’ এর কাছে মাত্র ১০ ডলার দামে বিক্রির আবেদন জানাতে হবে৷ তারপর তা নিলাম করা যাবে৷

Advertisement

(ফুটবলটা ভালই বোঝে মৌমাছিরা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement