Advertisement
Advertisement

Breaking News

‘xxx’-এর নতুন টিজারে অ্যাকশন মোডে দীপিকা

এখন অপেক্ষা দু'দিন পরের থিয়েট্রিকাল ট্রেলার মুক্তির৷

xXx: The Return Of Xander Cage teaser: Deepika-Vin Diesel look stunning!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 5:53 pm
  • Updated:July 18, 2016 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বাজিমাত করে হলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন স্পেস শেয়ার করেছেন তিনি৷ একথা কমবেশি সকলেরই জানা৷ আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা দীপিকার প্রথম হলিউড ভেঞ্চার ‘XXX’ -এর৷ হলিউড তারকা ভিন ডিজেলের পাশে বলিউডের মস্তানি দীপিকাকে দেখার জন্য ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই৷ আর এই উত্তেজনাকেই আরও খানিকটা উসকে দিয়ে মুক্তি পেল ‘XXX’-এর টিজার৷
মাল্টি স্টারার এই ছবির টিজারে অ্যাকশন মোডে বেশ নজর কেড়েছেন বলি-সুন্দরী৷ ছবিতে সেরেনা আঙ্গারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে৷ টিজারে সেরেনার বক্তব্য, ‘যে কাজে এসেছ, দ্রুত সম্পন্ন কর!’ কালো পোশাকে সাহসী দীপিকার এই সামান্য ঝলকই ভক্তদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট৷ এখন অপেক্ষা দু’দিন পরের থিয়েট্রিকাল ট্রেলার মুক্তির৷

Ready for the Return of Xander Cage?Teaser in two days!!! #xXxTheMovie #ReturnOfXanderCage #serenaunger

Advertisement

A video posted by Deepika Padukone (@deepikapadukone) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement