Advertisement
Advertisement

Breaking News

নানা-তনুশ্রী বিতর্কে নয়া মোড়, অভিনেত্রীর পাশে মানেকা গান্ধী

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ভারতেরও প্রয়োজন #MeToo-র মতো অভিযান৷

Women and Child Development Maneka Gandhi came out in support of actor Tanushree Dutta
Published by: Tanujit Das
  • Posted:October 3, 2018 12:04 pm
  • Updated:October 3, 2018 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নান পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কে নয়া মোড়। এবার বলিউড অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। জানালেন, মহিলাদের উপর ঘটে চলা অত্যাচারকে কোনও মতেই বরদাস্ত করা যায় না। এর যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন৷ ভারতেও #MeToo-র মতো সোশ্যাল মিডিয়া অভিযান শুরু করা প্রয়োজন। শ্লীলতাহানি থেকে শুরু করে যে কোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধে মহিলাদের আরও বেশি করে সরব হওয়া প্রয়োজন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

[প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ‘বিদ্রোহী’ রঞ্জন গগৈ]

Advertisement

তিনি আরও বলেন, এই সরকারের আমলেই নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ‘SHe Box’ নামে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ অভিযান শুরু হয়েছে৷ যেখানে তাঁদের উপর ঘটে যাওয়া বা ঘটে চলা অত্যাচারের কাহিনি জানাতে পারছেন মহিলারা৷ সরাসরি তা গ্রহণ করছে জাতীয় মহিলা কমিশন৷ সেই মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ সপ্তাহখানেক আগে নিজে মুখেই নানার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন বাঙালী অভিনেত্রী৷ তারপর থেকেই দু’জনকে নিয়ে কানাঘুষো চলছেই৷

[এবার রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিচ্ছে মোদিকে, সেরার পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী]

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর যৌন হেনস্তা করে৷ এমনকী মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে দিয়ে তাঁকে মারধর করানো হয় বলেও অভিযোগ৷ এই অভিযোগ সামনে আসার পর থেকেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ তনুশ্রী যখন যৌন হেনস্তার অভিযোগে সরব, তখন নানা সেই দাবি নস্যাৎ করেছেন অভিযুক্ত নানা পাটেকর৷ অভিনেত্রীর কাছে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি৷ তবে এই কঠিন পরিস্থিতিতে বলিউডের অনেকেই যদিও তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন৷ তাঁর হয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, ফ্রিডা পিন্টো প্রমুখ বলিউড অভিনেতারা৷ এই বিষয়ে ‘স্পিকটি নট’ বিগ বি অমিতাভ বচ্চন এবং মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement