সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সঙ্গে কি তাল রাখতে পারছে না টলিউড? ব্যবসার দৌড়ে বাংলা ছবিকে পিছনে ফেলে দিচ্ছে কোটি টাকার হিন্দি ছবি। তেমনই দাবি প্রযোজনা সংস্থা উইন্ডোজের। তাদের মতে, শাহরুখ খানের ছবি ‘জিরো’ রাজ্যের অনেক সিঙ্গল স্ক্রিনে এসেছে। ফলে হালে পানি পায়নি ‘রসগোল্লা’। কারণ দু’টি ছবির মুক্তি একই দিনে।
সিঙ্গল স্ক্রিন না পাওয়ার অভিযোগ আগে একাধিকবার হয়েছে। এও অভিযোগ উঠেছে, হিন্দি ছবির মারকাটারি বাজার থাকায় সিনেমা হলের মালিকরা হিন্দি ছবিই আনেন। ব্যবসার এই ইঁদুরদৌড়ে পিছিয়ে পড়ে বাংলা ছবি। কিন্তু এই কারণে নির্দিষ্ট সেই বলিউডি ছবির প্রযোজককে আবেদন আগে করা হয়েছে কিনা সন্দেহ। ‘রসগোল্লা’-র জন্য এই উদ্যোগ নিয়েছে উইন্ডোজ। সংস্থার পক্ষ থেকে শাহরুখ খানকে আবেদন করা হয়েছে, তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ফলে এখানকার সমস্যা তিনি বুঝবেন। ‘রসগোল্লা’ ছবিটি শুধু একটি চলচ্চিত্রই নয়, এটি বাংলার ঐতিহ্যশালী ইতিহাসের একটি অঙ্গ। এমন ছবি দেখার সুযোগ সকলেরই পাওয়া উচিত। ছবির জন্য যে একেবারে কোনও সিঙ্গল স্ক্রিন মেলেনি, তা নয়। কিন্তু আরও যদি কয়েকটি পাওয়া যেত, মানুষ আরও ভালভাবে জানতে পারত ‘রসগোল্লা’-র ইতিহাস। শাহরুখ যদি চান তবেই তা হতে পারে।
[ ইশার বিয়েতে ব্যাক-আপ ডান্সার সলমন, আর কী দেখবে দেশ! ]
‘রসগোল্লা’-র পরিচালক পাভেল বলেছেন, ছোট থেকেই তিনি শাহরুখের ভক্ত। তাঁর ছবি দেখেই বড় হয়েছেন। এবার তিনি নিজে ছবি বানাচ্ছেন। ছবির ব্যবসা তিনি বোঝেন। কিন্তু সংস্কৃতি আর ঐতিহ্যেরও তো এক মূল্য আছে। বাংলার মানুষের জন্য রসগোল্লা শুধু মিষ্টি নয়, আবেগ। তাই বাংলার যতটা সম্ভব জায়গা যাতে ছাড়ে ‘জিরো’, তার জন্য শাহরুখের কাছে আবেদন করেছেন ছবির পরিচালক পাভেল। ছবির নায়ক উজান গঙ্গোপাধ্যায় বলেছেন, ছবিটির জন্য সবাই খুব পরিশ্রম করেছেন। তাই শাহরুখ স্যারের কাছে তাঁর বিনীত অনুরোধ, তিনি যেন এই বিষয়গুলির দিকে নজর দেন। এর পাশাপাশি যে সমস্ত সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘রসগোল্লা’ মুক্তি পেয়েছে, সেই সিনেমাহলের মালিকদের ধন্যবাদ জানিয়েছে উইন্ডোজ।
[ ক্ষমতার সঙ্গে প্রতিভার লড়াই দেখাবে ‘বিজয়িনী’ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.