Advertisement
Advertisement

Breaking News

রণবীর বাদ, ‘পদ্মাবতী’-র খিলজি হৃতিক?

সময়ই বলবে, এই ছবির স্টারকাস্ট ঠিক কী হতে চলেছে!

Will Hrithik Roshan play the bad-man in Deepika Padukone starrer Padmavati?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 7:19 pm
  • Updated:August 15, 2016 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’ ছবির চরম সাফল্য বনশালির পরিচালক সত্তাকে চরম স্বীকৃতি দিলেও, তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ধোঁয়াশা যেন আর কাটছেই না৷ ‘পদ্মাবতী’ ছবিতে মূল চরিত্রে কোন অভিনেতা কাজ করবেন তা নিয়েও চলছে বিস্তর জল্পনা৷

এতদিন শোনা যাচ্ছিল তাঁর পুরনো পছন্দ দীপিকা এবং রণবীর জুটিকেই নাকি দেখা যাবে ‘পদ্মাবতী’-তে৷ পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা এবং পদ্মাবতীর রূপ এবং যৌবনে একপ্রকার উন্মাদ হয়ে যাওয়া আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে৷

Advertisement

কিন্তু বনশালির সেই জল্পনাতেই মনে হয় জল ঢাললেন রণবীর৷ কানাঘুষো শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরেই নাকি রণবীর এবং বনশালির মধ্যে সম্পর্ক ঠিক যাচ্ছে না৷ ‘পদ্মাবতী’-র জন্য রণবীর বনশালির কাছে একটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট দাবি করলেও বনশালি নাকি রণবীরকে তা দেননি৷ আর তাতেই বেজায় চটেছেন রণবীর৷

কিন্তু বনশালিও দমে যাওয়ার পাত্র নন৷ শোনা যচ্ছে তিনিও নাকি তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’-র জন্য অন্য অভিনেতার খোঁজ চালাচ্ছেন৷ রণবীরের পরিবর্তে তিনি নাকি হৃতিককে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন৷ সেই মর্মে হৃতিকের কাছে পৌঁছে গিয়েছে স্ক্রিপ্টও৷

এবার তবে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, রণবীর যদি ছবি থেকে বেরিয়ে যান, তবে দীপিকা কি আদৌ পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন?

যদিও বলিউড দীপিকাকে বরাবরই দারুণ পেশাদার বলেই জেনে এসেছে৷

এখন তো সময়ই বলবে, এই ছবির স্টারকাস্ট ঠিক কী হতে চলেছে!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement