Advertisement
Advertisement

শরীর নিয়ে লজ্জা পাব কেন, প্রশ্ন রাধিকার

এত সমালোচনা তা কি একটু হলেও তাঁকে সমস্যায় ফেলে না? রাধিকার জবাব, কে কী বলছে আমি তাতে পাত্তা দিই না৷

why I should be ashamed of my body, asks Radhika Apte
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 8:39 pm
  • Updated:September 17, 2016 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অভিনীত নগ্ন দৃশ্য নিয়ে বারবার আলোড়িত হয়েছে নেটদুনিয়া৷ সম্প্রতি ‘পার্চড’ সিনেমার দৌলতে আরও একবার প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে৷ কিন্তু সে প্রশ্নকে পাত্তাই দিচ্ছেন না সাহসী এই অভিনেত্রী৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে যাব কেন?’

ভারতীয় জলহাওয়ায় যৌনতা বিষয়টি এমন এক ঘেরাটোপের মধ্যে আটকে যে, তা প্রকাশ্যে এলেই হইচই পড়ে৷ এমনকী যৌনতা বা নগ্নতা যদি শিল্পের খাতিরেও হয়, তা নিয়েও ইতিউতি সামলোচনার ঢেউ ওঠে৷ অনর্থক কৌতূহলের জেরে সমালোচনায় বিদ্ধ হতে হয় শিল্পীকে৷ রাধিকার ক্ষেত্রেও তাই হয়েছে৷ গোটা সিনেমা থেকে শুধু তাঁর বাছাই নগ্ন দৃশ্য পর্ন সিডি হিসেবে বিক্রি হয়েছে বাজারে৷ কিংবা অন্য কারও স্নানের দৃশ্যও তাঁর নামে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে৷ আপাতভাবে যে কোনও শিল্পীর ক্ষেত্রেই এই পরিস্থিতি আপত্তিজনক, কিন্তু নয়া প্রজন্মের এই অভিনেত্রী সে সব প্রশ্ন বা আপত্তিতে বিশেষ আমল দিতে রাজি নন৷ সাহসী তথা নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে আগেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷ সে সবেরই জবাব দিয়ে এবার তিনি জানালেন, “কেন আমাকে খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে হবে? ছোটবেলা থেকেই আমি সারা বিশ্বের সিনেমা দেখে বড় হয়েছি৷ এমনকী ভারতের মাটিতেই স্টেজে অভিনেতাদের নগ্ন হয়ে অভিনয় করতেও দেখেছি৷ বিদেশে তো দেখেইছি৷” সুতরাং এ নিয়ে যে তাঁর কোনও ছুৎমার্গ নেই, তা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী৷ বরং তাঁর অভিমত, “শরীর যে কোনও অভিনেতার কাছেই খুব প্রয়োজনীয় একটি ‘টুল’ বা হাতিয়ার৷ অভিনয়ের ক্ষেত্রে যেটিকে একজন অভিনেতা ব্যবহার করতে পারেন৷ অতএব এ বিষয়ে কোনও আপত্তি তাঁর নেই৷ সঠিক পরিচালকের হাতে পড়লে তাঁর এই ‘টুল’ তিনি যে অভিনয়ের খাতিরে ব্যবহার করতে দ্বিধা করবেন না তা আবারও খোলসা করে দিলেন রাধিকা৷

Advertisement

তবে দিকে দিকে যে এত সমালোচনা কি একটু হলেও তাঁকে সমস্যায় ফেলে না? রাধিকার জবাব, ” কে কী বলছে আমি তাতে পাত্তা দিই না৷ আমি আমার কাজটা করি, আর চাই আমার ছবি মুক্তি পাক৷ অন্য কিছু আমাকে ততটা ভাবায় না৷”

সাহসী এই অভিনেত্রী তাঁর স্বাভাবিক অভিনয়ে, চরিত্র রূপায়ণে বরাবরই আলোচিত হয়ে এসেছেন৷ ‘পার্চড’ ছবির দৌলতে সে আলোচনা আরও একবার তুঙ্গে উঠেছে৷ তবে ছবি মুক্তি ও কাজের প্রশংসার বাইরে অন্য কিছু যে তাঁকে স্পর্শ করবে না, একেবারে দ্বিধাহীনভাবেই জানিয়ে দিলেন রাধিকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement