Advertisement
Advertisement

Breaking News

‘বাজিগর’কে ছাপিয়ে নেটদুনিয়ায় বাজিমাত এই কন্যের

এই খ্যাতির পর সিনেমায় নামতে চলেছেন তিনি?

Who's That Girl in SRK Selfie, Asks netizen
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 11:18 am
  • Updated:February 1, 2017 11:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর মুখের জয় সর্বত্র৷ আচমকা যেন পুরনো কথাটিতে নতুন করে মনে করিয়ে দিলেন অলিভ গ্রিন টি-শার্ট পরা মেয়েটি৷ না তেমন কেউকেটা কেউ নন তিনি৷ তবু তাঁর সরল, নিষ্পাপ চাহনিতেই মজে গেল নেটদুনিয়া৷ সকলেরই প্রশ্ন, কে এই যুবতী?

সম্প্রতি পুণে গিয়েছিলেন কিং খান৷ সেখানে তাঁর অনুগামীদের সঙ্গে একটি গ্রুফি তোলেন৷ অনেককেই দেখা গিয়েছে সে ছবিতে৷ কিন্তু লাইমলাইট কেড়ে নিয়েছেন একজনই৷ সামনে স্বপ্নের নায়ক৷ চোখেমুখে মুগ্ধতা নিয়েই তিনি তাকিয়ে ছিলেন লেন্সের দিকে৷ আর সে চাহনিতেই বাজিমাত৷

Advertisement

sub-buzz-22321-1485868101-1

sub-buzz-21568-1485867365-1

নেটদুনিয়ায় হাজারও জল্পনার ছড়াছড়ি৷ কেউ বলছেন মডেল৷ কেউবা বলছেন হয়তবা শাহরুখের ছবির নতুন নায়িকা৷ জল্পনা অবশ্য ভিত্তিহীন নয়৷ কেননা এর আগে ‘বাজিগর’ নিজেই বলেছিলেন, ছবিতে নতুন নায়িকাকে আনতে চান তিনি৷ সেই ভাবনার পথ ধরেই ‘রইস’ ছবিতে মাহিরা খানের পদার্পণ৷ অনেকে তাই ধরেই নিয়েছিলেন ইনি বোধহয় নতুন কোনও ছবির নায়িকা৷ কথায় বলে, যিনি আলো নিজের দিকে কেড়ে নিতে পারেন, তিনি এমনিই পারেন৷ এক্ষেত্রেও তাই৷ সত্যিই এ যুবতী শাহরুখের ছবির নায়িকা নন৷ শাহরুখ তাঁকে চেনেনও না৷ অথচ বাজিগরকে ছাপিয়ে বাজিমাত করলেন তিনিই৷ এমনকী বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি৷

sub-buzz-17911-1485927410-1

তা কে তিনি? নেটদুনিয়ায় খুঁজে জানা গিয়েছে, এ কন্যের নাম সাইমা হুসেন৷ আদতে তিনি ছাত্রী৷ বাসিন্দা শ্রীনগরের৷ বর্তমানে বাস পুণেতে৷ ডিজাইনিংয়ের ছাত্রী ২১ বছরের সাইমা সম্প্রতি জানতে পেরেছেন যে, ইন্টারনেটে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন৷ অথচ একসময় ভাবেননি যে তিনি শাহরুখের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন৷ ভিড় ঠেলে কোনরকমে সামনে পৌঁছতে পেরেছিলেন৷ আর শাহরুখের ক্যামেরা অন হওয়ামাত্র তিনিই ছিলেন পুরোভাগে৷ আয়োজকরা যে তাঁকে সামনে বসতে দিয়েছেন, এ জন্য এখন কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি৷

sub-buzz-8617-1485927475-3

তাহলে কি এই খ্যাতির পর সিনেমায় নামতে চলেছেন তিনি? লাজুক হেসে সাইমার জবাব, আপাতত তিনি এসব নিয়ে ভাবছেন না৷ পড়াশোনাতেই মন দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement