সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল পত্রিকা আসলে অগভীর একটি বিষয়, প্রিন্ট ছাড়া গভীর চর্চা সম্ভব নয়। এই ভাবনাকে মিথ্যে প্রমাণ করেছে রোববার.ইন (Robbar.in)। তাই অল্প সময়েই সে হয়ে উঠেছে ‘রুচিশীল বাঙালির ঠিকানা’। বিভিন্ন বিষয়ে নিবন্ধ থেকে সাক্ষাৎকার, উপন্যাস-গল্প থেকে সেলিব্রেটি কলাম, সিনেমা হোক বা থিয়েটার কিংবা গ্রন্থ আলোচনা… কী নেই এই ওয়েব পোর্টালে! ‘রবীন্দ্র সরণি’ নামের একটি স্বতন্ত্র বিভাগই রয়েছে, যা নিয়ত সেজে উঠছে রবীন্দ্রনাথকে নিয়ে নতুন নতুন লেখায়। প্রয়াত ঋতুপর্ণ ঘোষকে নিয়ে ধারাবাহিক ‘ঋইউনিয়ন’ লিখছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কলাম লিখছেন জোসে ব্যারাটো, সনাতন দিন্দা, দেবশঙ্কর হালদার, শিলাজিৎ, যশোধরা রায়চৌধুরী, বিশ্বজিৎ রায় প্রমুখ। ধারাবাহিক উপন্যাস লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ প্রমুখ।
আসল কথা হল, ধর্মকথা হোক বা মানবাধিকার, কবিতা হোক কিংবা খেলা, রোববার.ইন জীবনের সমস্ত ক্ষেত্রকে তলিয়ে দেখে। অগভীর বিনোদনের মোড়়কে নয়, খোসা ছাড়িয়ে বিষয়ের গভীর যাওয়াই এই ডিজিটাল প্লাটফর্মের প্রধান চরিত্র। তাই বলে অকারণ আঁতেলগিরিও নয়। তাই ‘ফটোসিন্থেসিসে’র মতো আলোকচিত্র প্রকাশের বিভাগও রয়েছে এই পোর্টালে। যেখানে ছবি পাঠাতে পারেন পাঠকও। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিকস্ট্রিপ ‘ডঃ ক্যাবেলকান্টি’ রোববার.ইন-এর আরেক পাঠবৈচিত্র। সব মিলিয়ে বাস্তবেই এই ডিজিটাল মাধ্যম ‘রুচিশীল বাঙালির ঠিকানা’ হয়ে উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.