Advertisement
Advertisement

কোন বলিউড নায়িকাকে এবার ‘গণিকা’ বললেন টুইঙ্কল?

একটা কথা আছে না, দুই নায়িকা কখনই পরস্পরের বন্ধু হতে পারেন না?

When Twinkle Khanna Called Someone A Whore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 12:28 pm
  • Updated:November 26, 2016 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা কথা আছে না, দুই নায়িকা কখনই পরস্পরের বন্ধু হতে পারেন না?
আছে তো! এবং কথাটা যে মাঝে মাঝে সত্যি হয়ে যায়, তা বলিউড অনেক বার দেখেছে। যেমন দেখেছে করিনা কাপুর খান আর প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। দেখেছে রাখি গুলজার আর শর্মিলা ঠাকুরের এক ছবিতে কাজ না করার সিদ্ধান্ত। সেরকম ভাবেই কি এবার মিসেস ফানিবোনস্-এর রাগের মুখে পড়লেন বলিউডের এক নায়িকা?
ঠিক তা নয়! টুইঙ্কল হোয়াটসঅ্যাপে গল্প করছিলেন এক বিখ্যাত নায়িকার সঙ্গে। সেই সময় অটোকারেক্ট অপশনটা অন ছিল! ফলে, টুইঙ্কলের লেখা হোয়াইট শব্দটা হোর হয়ে যায়! পুরোটা মিলে মানে দাঁড়ায়, যেন টুইঙ্কল বলতে চাইছেন- গণিকার পোশাকে তোমায় অপূর্ব দেখাবে!


তবে ভুলটা চোখে পড়তে খুব বেশি সময় লাগেনি! সেটা টের পাওয়ার পরে কথোপকথনের ওই অংশটুকু পোস্ট করেছেন টুঙ্কল তাঁর টুইটার অ্যাকাউন্টে। ক্ষমাও চেয়েছেন।
বেশ কথা! কিন্তু ওই নায়িকাটি কে?
দীপিকা পাড়ুকোন নয় তো? তাঁকেই তো সম্প্রতি দেখা গেল সাদা পোশাকে, আম্বানির বাড়ির পার্টিতে!
কে জানে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement