সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে তোলপাড় হচ্ছে নেটদুনিয়া৷ দেখতে তাঁকে হুবহু অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো৷ আর তা নিয়েই ইন্টারনেট বাসিন্দাদের কৌতূহলের শেষ নেই৷ সবাই বলছে তিনি নাকি প্রিয়াঙ্কার নেটতুতো বোন৷
২১ বছরের নভপ্রীত বঙ্গে যখন মেতেছে নেটদুনিয়া ঠিক তখনই নিজের ‘লুক আলাইক’-কে নিয়ে টুইটারে মুখ খুললেন পিগি চপস৷ প্রিয়াঙ্কার টুইট বুঝিয়ে দিল, খুব ভুল বলেননি ইন্টারনেটের বাসিন্দারা৷ টুইটে প্রিয়াঙ্কা জানিয়েছেন তিনি নাকি ফিটনেস ব্লগার নভপ্রীতের ছবি তাঁর মা’কে দেখিয়েছিলেন৷ আর অন্যান্যদের মতো তাঁর মা’ও নাকি প্রায় বোকা বনে যাচ্ছিলেন৷
গোটা ঘটনায় বেশ মজা পেয়েছেন প্রিয়াঙ্কা এবং মেনে নিয়েছেন ইন্টারনেটের এই খোঁজ মন্দ নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.