Advertisement
Advertisement

Breaking News

প্রণয়ীযুগলকে দেখলেই খেপে যাচ্ছেন কেন আলিয়া?

কী করছিল সেই প্রণয়ীযুগল যা দেখে নিজেকে আর সামলাতে পারলেন না আলিয়া?

Whats Is Alia Bhatt’s After A Break Up?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 5:08 pm
  • Updated:November 3, 2020 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী করছিল সেই প্রণয়ীযুগল যা দেখে নিজেকে আর সামলাতে পারলেন না আলিয়া? প্রথমে একচোট গালাগালি, তার পর সরাসরি তেড়ে মারতে গেলেন তাঁদের?

dearzindagi1_web
ব্রেক-আপের পর এমনটা হয় দেখবেন! তখন মনমেজাজ ভাল থাকে না, কথায় কথায় খিটখিট করার মাত্রাটা একটু বেড়ে যায়। বিশেষ করে অন্তরঙ্গ কোনও প্রেমি-প্রেমিকাকে দেখলে মেজাজটা সপ্তমে ওঠে! আলিয়া ভাটের সঙ্গেও সেটাই হল! না কি কায়রার সঙ্গে?

Advertisement

dearzindagi2_web
কায়রা বলাই ভাল! সম্প্রতি মুক্তি পেল গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দগি’র তিন নম্বর ট্রেলার। যাকে বলা হচ্ছে ‘টেক থ্রি: লাভ, ব্রেক-আপ, রিপিট’! সেই ট্রেলারের একেবারে শুরুতেই আমরা দেখছি জাহাঙ্গির খান ওরফে শাহরুখ খানকে। সঙ্গে রয়েছেন কায়রা আলিয়া ভাট।

dearzindagi3_web
সুন্দর এক সকালে কায়রার মন বেশ ভাল! সে গানে গানে বলছে তার ডেটের কথা। এক ব্যান্ড-সিঙ্গারের সঙ্গে তার আলাপ হয়েছে। এবং, কায়রা ভাবছে, এবার বুঝি জীবন মসৃণ পথে এল! জীবনে প্রেম এল!

dearzindagi4_web
জীবনের অনিবার্য  নিয়মেই কায়রা ভুল ভেবেছিল! সেটা প্রেম ছিল না, ছিল স্রেফ আকর্ষণ! সেই ভুল ভাঙার পরেই একদিন পার্কে এক প্রণয়ীযুগলের সঙ্গে ধাক্কা খেল কায়রা! তার পর?

dearzindagi5_web
কায়রার সেই গালাগালির বহর নিজেই শুনে এবং দেখে নিন না নিচের ভিডিওয় ক্লিক করে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement