Advertisement
Advertisement

‘যা করার বেডরুমেই করি’, বিস্ফোরক সোনম

সটান জানিয়ে দিলেন...

Whatever I do, I do it in my bedroom: Sonam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 1:33 pm
  • Updated:May 19, 2017 5:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নীরজা’র সৌজন্যে পেয়েছেন বিশেষ জাতীয় পুরষ্কার৷ প্যাডম্যান থেকে সঞ্জয় দত্তের জীবনী, দু-দু’টি বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্র করছেন৷ এমনিতেই পেয়ে গিয়েছেন বলিউডের ফ্যাশনিস্তার তকমা৷ সেই সোনম কাপুর এবার ফাঁস করলেন নিজের অন্দরমহলের রহস্য৷  এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা সটান জানিয়ে দিলেন, যা করার বেডরুমেই করেন তিনি৷

[ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর]

Advertisement

সোনমের এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই প্রশ্ন উঠেছে, বেডরুমে কী এমন করেন অনিল তনয়া?  সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তরে সোনম জানান, যদি পরনিন্দা-পরচর্চা করতেই হয় তাহলে তা নিজের বেডরুমেই করবেন তিনি৷ কারও সোফায় গিয়ে, কিংবা টেলিভিশনের ক্যামেরার সামনে নয়৷

[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ]

শোনা গিয়েছে সাক্ষাৎকারে সোনম এমনটাও জানিয়েছেন যে, পারফিউমের গন্ধ থেকেই তিনি মানুষকে বিচার করেন৷ আর এই গন্ধ নিয়ে ভীষণই খুঁতখুঁতে তিনি৷ নিজের প্রথম চুমু খাওয়ার কথাও নাকি এই সাক্ষাৎকারেই ফাঁস করেছেন সোনম৷ জানিয়েছেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তেমন কিছুই জানতেন না তিনি৷ অনেক সময় নাকি বোকাও বনে যেতেন৷ কিন্তু ধীরে ধীরে পরিণত হয়েছেন৷ ছবি বাছতে শিখেছেন৷ মানুষের চাহিদা বুঝতে শিখেছেন৷ নিজেকে বুঝতে শিখেছেন৷ তাই এখন সবদিক ভাবনা চিন্তা করেই চরিত্র বেছে নেন৷  চরিত্র ছোট কিংবা পার্শ্ব হলেও তাঁর কিছু এসে যায় না৷ তবে তার জোর থাকা চাই৷ সে কারণেই অক্ষয়ের প্যাডম্যান ও সঞ্জয় দত্তের বায়োপিককে বেছে নিয়েছেন নায়িকা৷ শোনা গিয়েছে, সঞ্জয়ের বায়োপিকে টিনা মুনিমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোনম৷

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement