Advertisement
Advertisement

Breaking News

রণবীর-ক্যাটরিনার প্রেমে কী করেছেন সানি লিওন?

ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্কের মাঝে চলে এসেছেন সানি লিওন! আর, খবর কি না জানা গেল এত দিনে!

What Is Sunny Leone Doing Between Katrina Kaif And Ranbir Kapoor's Love Story?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 5:20 pm
  • Updated:July 2, 2016 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই কি ‘ফুদ্দু’?
সেই কবে থেকে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্কের মাঝে চলে এসেছেন সানি লিওন! আর, খবর কি না জানা গেল এত দিনে!
তা, সানি লিওনের জন্যই কি সম্পর্ক ক্যাটরিনা-রণবীরের সম্পর্কে ভাঙন ধরেছিল?
ঠিক তা নয়। এটা যাঁরা ভাবছেন, তাঁরাও কিন্তু ‘ফুদ্দু’!
দোহাই, রেগে যাবেন না! আসলে, এই ‘ফুদ্দু’, যার মানে বোকা, সেই শব্দটার মধ্যেই তো লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য।
জানা গিয়েছে, পরিচালক অনুরাগ বসু-র দীর্ঘ দিনের সহকারী সুনীল সুব্রমণি এবার হাত দিয়েছেন ছবি পরিচালনায়। সেই ছবির নামই ‘ফুদ্দু’। ছবিতে দেখা যাবে মোহন নামে এক বেনারসের ছেলের গল্প। তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায়। তার পর কী হয়, সেই নিয়েই গল্প। মোহনের চরিত্রে ছবিতে অভিনয় করবেন নতুন নায়ক শুভম। নায়িকাও নতুন, তাঁর নাম স্বাতী কাপুর।
তাহলে এই গল্পের মধ্যে রণবীর আর ক্যাটরিনা এলেন কোথা থেকে?
ছবিতে একটা বিশেষ দৃশ্য আছে, যেখানে একা ঘরে বসে মোহন দুঃখ করছে। সেই দৃশ্যে দেখা দেবেন রণবীর আর ক্যাটরিনা। দুজনে মিলে একটা কবিতা বলবেন মোহনের উদ্দেশে। সম্পর্ক গড়া এবং ভাঙার কবিতা!
আর, সেই কবিতার সঙ্গেই কোমর দোলাবেন সানি লিওন!
এবার বুঝলেন তো, কী ভাবে রণবীর আর ক্যাটরিনার প্রেমের মাঝে চলে এসেছেন সানি লিওন! পুরোটাই পরিচালকের মর্জি আর কী!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement