Advertisement
Advertisement

দেশের শীর্ষ নেতাদের কী বলতে চান ইরফান?

ইরফান খান কেন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন?

What Irrfan khan wants to say to these top leaders?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 5:12 pm
  • Updated:July 16, 2016 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: বলিপাড়ার খান হিরো না হলেও নিঃসন্দেহে খান-জমানায় তিনিই একমাত্র কুশলী অভিনেতা৷ যেমন স্বচ্ছন্দ তিনি অভিনয়ে, তেমনই স্বচ্ছ তাঁর বক্তব্য৷ তিনি ইরফান খান৷ সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ও দিল্লির সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কিছু বলার আর্জি জানিয়েছেন তিনি৷

বরাবরই তিনি স্পষ্টবাক৷  অন্যান্য নায়কদের মতো নিজের ইমেজ বাঁচিয়ে, হিসেব নিকেশ করে কথা বলেন না৷ যেটা ভাল মনে করেন তা বলে ফেলেন বরাবর৷ এ কারণে ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেও যেমন তাঁর বাধেনি, তেমন বাংলাদেশে হামলার পর সন্ত্রাসীদের সমালোচনা করতেও তিনি পিছপা হননি৷ সে নিয়ে তাঁকে কম সমালোচনা শুনতে হয় না, কিন্তু তিনি এরকমই৷ সেই ইরফান খান কেন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন?

Advertisement

পরপর টুইটে দেশের প্রধানমন্ত্রী থেকে অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি৷ কিন্তু কী এমন দরকার পড়ল যে  এঁদের সঙ্গে দেখা করতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হল তাঁকে? নিজের উদ্যোগেই তিনি তো তাঁর কথা জানাতে পারতেন৷ তা না করে এই উপায় নিয়েছেন বলেই নানা জল্পনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনদের ধারণা, এমন কিছু তিনি বলতে চাইছেন যে বিষয়টি প্রকাশ্যে আসা উচিত৷ সম্প্রতি সিনে ইন্ডাস্ট্রিতে পাইরেসি সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন ইরফান৷ জানিয়েছিলেন, এতবড় একটা সমস্যা নিয়ে সকলে একসাথে লড়াই করছেন না কেন. অনেকের ধারণা, সেই বিষয়টিকেই এবার সরকারি স্তরে পৌঁছে দিতে এই উদ্যোগ ইরফানের৷ আবার দেশের রাস্তায় গর্ত থাকা ফলে দুর্ঘটনায় পড়ে মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতা৷ কেউ কেউ মনে করছেন এই বিষয়টিও সবার সামনেই সরকার ও দেশের প্রথম সারির নেতাদের গোচরে আনতে চান তিনি৷ ইরফান এখানে তাঁর সেলিব্রিটি স্টেটাসকে পাত্তাই দেননি৷ নিজেকে একজন আম-নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন৷ তাহলে কি একজন আম আদমি দেশের শীর্ষ নেতাদের দেখা পেতে পারবেন নাকি পারবেন না-  সে উত্তরই  খুঁজছেন ইরফান, আপাতত এ নিয়ে নানা মহলে নানা জল্পনা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement