Advertisement
Advertisement

Breaking News

ব্লাডি হেল! এই তুরুপের তাসও লুকিয়ে ছিল কঙ্গনার হাতে?

OMG!!!

Watch this ‘Bloody Hell’ song of Rangoon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 8:40 pm
  • Updated:January 12, 2017 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লাডি হেল! এই তুরুপের তাসও লুকিয়ে ছিল কঙ্গনা রাণাওয়াতের হাতে? ‘রঙ্গুন’-এর এই নতুন গান না থাকলে তা বোঝাই যেত না৷ অভিনয়ের সুবাদে আগেই বলিউডের ক্যুইন-এর তকমা পেয়ে গিয়েছেন অভিনেত্রী৷ এবারে হলেন ‘হান্টারওয়ালি’৷ কঙ্গনার এই এক ‘আন্দাজে’ ঘায়েল করিনার প্রাক্তন ও বর্তমান প্রেমিক৷

Advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা শিবিরের মতোই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ঝড় তুলেছে কঙ্গনার নয়া ‘আন্দাজ’৷ যাকে পারফেক্ট কমপ্লিমেন্ট দিয়েছে সইফ আলি খানের নবাবি আভিজাত্য এবং রাফ অ্যান্ড টাফ শাহিদ কাপুর৷ গুলজারের কথায় সুর সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজই৷ আর নতুন বছরের শুরুতেই দর্শকের আরও একটি মাস্টার পিস উপহার দিল সুনিধি চৌহানের কণ্ঠ৷

ফেব্রুয়ারি মাসেই বড় পর্দায় আসছে বিশাল ভরদ্বাজের রঙ্গুন৷ প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে৷ সেই চাহিদাকেই আরও একটু বাড়িয়ে দিল ‘ব্লাডি হেল’৷

আরও পড়ুন –

গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও

ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement