Advertisement
Advertisement

Breaking News

হাটে-বাজারে চাউর টলিপাড়ার পরকীয়া!

নিচের ভিডিওয় দেখে নিন, কেমন জমে উঠেছে টলিপাড়ার পরকীয়া প্রেম।

Watch The Official Trailer of Kelor Kirti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 3:18 pm
  • Updated:August 6, 2021 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া বেশি দিন চাপা থাকে না। কিছু দিন তা লুকিয়ে রাখা যায় ঠিকই, তবে অল্প দিনের মধ্যেই তা চাউরও হয়ে যায় হাটে-বাজারে।
টলিপাড়াতেও সেটাই হল। দেখতে দেখতে ফাঁস হয়ে গেল দেব, যিশু সেনগুপ্ত আর অঙ্কুশ হাজরার পরকীয়ার গোপন কথা। পুরোটাই যাকে বলে ‘কেলোর কীর্তি’!

kelorkirti_web
এমনিতে যদিও স্ত্রীর সঙ্গে ভালই ছিলেন যিশু সেনগুপ্ত। বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক ছিল অঙ্কুশেরও। ঝামেলাটা বাধিয়ে দিলেন দেব। কানে মন্ত্র দিলেন- এ জীবন এবং যৌবন শুধু মাত্র একজনের সঙ্গেই যাপন করার জন্য নয়।

Advertisement

kelorkirti1_web
তার পর তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন ‘আইটেম বম্ব’ নুসরত জাহানের।

kelorkirti3_web
বাকিটা আর না বলাই ভাল! এ সব ক্ষেত্রে যা যা হয়ে থাকে, তাই হল যিশু এবং অঙ্কুশের সঙ্গেও! ধরা পড়ে যাওয়ার ভয়ে গাদাগুচ্ছের মিথ্যে বলা, সংসারে অশান্তি- সবটাই হল।

kelorkirti2_web
তবে, না বললেই নয়, এই ঘটনাটার পিছনে আদতে দায়ী কিন্তু পরিচালক রাজা চন্দ। তাঁর নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র জন্যই তো এত কাণ্ড!
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। নিচের ভিডিওয় দেখে নিন, কেমন জমে উঠেছে টলিপাড়ার পরকীয়া প্রেম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement