সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসটা নামে মাত্রই আষাঢ়! অথচ, ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আর কিছুই জুটছে না শহরের কপালে!
বাড়ছে গরম! তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তপ্ত শরীরকে শান্ত করার চাহিদা!
সেই চাহিদায় সাড়া দিয়েই দেব-এর দেখা মিলল সাগর কিনারে। সোনালি বালুকাবেলায়, সবুজ জলের বুকে, নীল আকাশের নিচে উদ্দাম বিচ পার্টিতে ধরা দিলেন তিনি।
অবশ্যই সুন্দরীদের সাহচর্যে!
সেই পার্টিতে কোনও কিছুরই অভাব ছিল না। ছিল সুরা। ছিলেন সোহাগের হাতছানি নিয়ে একঝাঁক সুন্দরীও! আর ছিল দুষ্টুমিতে মেতে ওঠার জন্য হরেক খেলনা।
সেই সব নিয়েই রমরমিয়ে চলছিল বিচ পার্টি। দেবের গলায় ছিল আকুতি ‘লাভ মি’! আর সুন্দরীদের তরফে ছিল প্রকাশ্য সায়!
তার পরেও ব্যাপারটা শেষ পর্যন্ত গিয়ে থামল ‘কেলোর কীর্তি’-তে!
কেন?
কারণ, বিচ পার্টিতে যা যা করেছেন দেব, তার পুরোটাই রাজা চন্দর নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র খাতিরে। সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘লাভ মি’।
সেই গানে কী কী করলেন দেব, নিজেই দেখে নিন নিচের ভিডিওয়।
3
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.