Advertisement
Advertisement

Breaking News

অপরাধের জগতে লোভ আর প্রতিহিংসার কাহিনি ‘জুলফিকার’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেবকে এই প্রথম একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়।

Watch The Full Official Trailer Of Srijit Mukherji's Zulfiqar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 9:32 pm
  • Updated:August 6, 2021 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে কি একটা ঝড় উঠেছে বাংলা ছবির পরিচালকদের মধ্যে?

zulfiqar3_web
উত্তরটা হ্যাঁ-ই হবে! এর আগে অপর্ণা সেন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অনুসরণে বানিয়েছেন ‘আরশিনগর’। ঠিক আজকেই মুক্তি পেল ‘হ্যামলেট’ অনুসরণে অঞ্জন দত্তর ‘হেমন্ত’। আর তার সঙ্গেই ইন্টারনেটে মুক্তি পেল ‘জুলিয়াস সিজার’ অনুসরণে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’-এর ট্রেলার।

Advertisement

zulfiqar2_web
‘জুলফিকার’ নিয়ে কৌতূহল অনেক দিনের! বাংলা ছবি এত বড় স্টারকাস্ট সম্ভবত এর আগে দেখেনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেবকে এই প্রথম একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। সেটা নিয়ে ভক্তদের আগ্রহ তো আছেই! পাশাপাশি ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাহুল বন্দ্যোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেনও। নায়িকাদের দলে চোখে পড়ছে নুসরত জাহান, পাওলি দাম আর জুন মালিয়াকে। সব মিলিয়ে পুজোয় কলকাতার বন্দর এলাকাকে ঘিরে ঠিক কীরকম কাহিনি বলতে চলেছে ‘জুলফিকার’?
দেখে নিন নিচের এই ভিডিওয় ক্লিক করে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement