সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপকথার পাতা থেকে ছবির পর্দায় প্রথম তাদের দেখা গিয়েছিল ১৯৯১ সালে। এক দুর্লভ ফুল, অসহায় বাবার আকুতি, জীবন্ত আসবাব, গা ছমছমে কেল্লার নির্জনতায় ওয়াল্ট ডিজনির অ্যানিমেশনে ধরা দিয়েছিল সুন্দরী আর অভিশপ্ত পশুমানবের প্রেম- বিউটি অ্যান্ড দ্য বিস্ট। সেই ছবি এবার ফিরল আরও উন্নত হয়ে, অ্যানিমেশন গ্রাফিক্স আর চিরাচরিত ছবির যুগলবন্দিতে।
সেই জন্যই ট্রেলার মুক্তির পর থেকেই তোলপাড় হচ্ছে বিশ্ব। অ্যানিমেশনের ছবিকেও হার মানাচ্ছে এই নতুন ভার্সন। কেন না এখানে যে বাস্তব আর কল্পনা হাত ধরে হাঁটছে পাশাপাশি। সুন্দরীকে দেখা যাচ্ছে মানুষ হিসেবেই, পশুমানবটিও বড় জীবন্ত! কী ভাবে নতুন ছবি বুনছে তাদের প্রেমকাহিনি?
গল্প মোটামুটি রূপকথাকে অনুসরণ করেই পথ হেঁটেছে। তার সঙ্গে মিশেছে ওয়ান্ট ডিজনি ঘরানায় কিছু অপ্রত্যাশিত মোড়। দেখা যাচ্ছে, এক বাবা মেয়ের জন্য সংগ্রহ করতে চাইছেন এক দুর্লভ ফুল। যা ফুটে থাকে এক পশুমানবের বাগানে। সেই ফুল তুলতে গিয়ে পশুমানবের কোপে পড়ল বাবাটি। তাকে বন্দি করে রাখা হল কারাগারে। এবং, বাবাকে ছাড়াতে মেয়ে এসে স্বেচ্ছায় বন্দি হল সেই দুর্গে।
তার পর? অনেকেই কাহিনিটা জানেন, দেখেছেন ১৯৯১-এর অ্যানিমেশন ছবিটাও। তাঁদের জন্য আলাদা করে কিছু বলার নেই। আর যাঁরা দেখেননি বা গল্পটা জানেন না, তাঁদের জন্য রইল নতুন ছবির ট্রেলার! যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.