Advertisement
Advertisement

Breaking News

মুক্তির আগেই পর্দায় এল ‘সুলতান’-এর যাত্রাপথ

ছবি মুক্তির আগে এরকম একটা ঝুঁকি কেন নিতে গেল যশ রাজ ফিল্মস? তাতে কি ছবির গল্পটা ধরে ফেলবেন না দর্শক?

Watch: Sultan's title track traces Salman Khan's fight for redemption
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 2:59 pm
  • Updated:September 12, 2023 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন! তার পরেই রুপোলি পর্দায় উঠবে ধুলোর ঝড়! কুস্তির আখড়ার ধুলোর ঝড়! দেখা দেবেন সুলতান!

তবে, তার আগেই দেখা গেল সুলতানের বিখ্যাত হয়ে ওঠার যাত্রাপথের সবটুকু। মুক্তি পেল এক ভিডিও। এক কথায় বললে, এই ভিডিওই ছবির সারসংক্ষেপ!
ছবি মুক্তির আগে এরকম একটা ঝুঁকি কেন নিতে গেল যশ রাজ ফিল্মস? তাতে কি ছবির গল্পটা ধরে ফেলবেন না দর্শক?
কার্যত সে সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় যশ রাজ ফিল্মস। তাদের দাবি, এই ভিডিও ছবি দেখার মজা বাড়াবে বই কমাবে না!
অবশ্য ভেবে দেখলে, খুব একটা ভুল বলছে না প্রযোজনা সংস্থা। ভিডিওতে টুকরো-টাকরায় দেখা যাচ্ছে সুলতানের সংগ্রাম, কোচ রণদীপ হুডার সঙ্গে তাঁর বন্ধুত্ব, আরফার সঙ্গে প্রেম। আর দেখা যাচ্ছে সাফল্যের খতিয়ান। সব মিলিয়ে ব্যাপারটা অনেকটা ট্রেলারের মতনই, তবে একটু বিশদ- এই যা!
ক্লিক করে দেখে নিন ভিডিওটি!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement