Advertisement
Advertisement

অনুষ্কার কী পছন্দ, গানে জানালেন সলমন!

ফারহা খানের কোরিওগ্রাফিতে কেমন জমল সুলতান আর আরফার প্রথম নাচ-গান, দেখে নিন নিচের এই ভিডিওয়।

Watch: Salman Khan sets out to woo Anushka Sharma in Sultan's Baby Ko Bass Pasand Hai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 2:16 pm
  • Updated:August 9, 2021 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে দেখা গিয়েছিল চরিত্রদের আলাপ করিয়ে দেওয়া ছোট ছোট দু’খানা টিজার। তার পর এল ছবির প্রোমো। সে সব পেরিয়ে নয়া কী চমক দিল টিম ‘সুলতান’?
প্রোমো বেরিয়ে যাওয়ার পরে তো একখানাই জিনিসই পড়ে থাকে! সেটা ছবির গান। ‘সুলতান’-ও হাঁটল সেই পথেই! মুক্তি পেল ছবির প্রথম গান।
গানের নাম ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’!
গানের এরকম নাম কেন?
কেন না, গানের শুরুতে দেখা যাচ্ছে হরিয়ানার এক বিয়েবাড়ির দৃশ্য। সেখানে আচমকাই শোনা গেল ‘হরিয়ানা কি শেরনি’ আরফার ডাকসাইটে হাঁক! ডিজে কে উদ্দেশ্য করে ভলিউম আর বেসটা একটু বাড়াতে বলছেন তিনি!
তার পরেই সেই বিয়েবাড়িতে হানা দিলেন সুলতান। শেরনির মন জয় করার জন্য নাচন-কোঁদনের কমতি রাখলেন না।
ফারহা খানের কোরিওগ্রাফিতে কেমন জমল সুলতান আর আরফার প্রথম নাচ-গান, দেখে নিন নিচের এই ভিডিওয়।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement