Advertisement
Advertisement

দুই রণবীরের যুগলবন্দিতে মাতল বলি পার্টি

ক্লিক করে দেখুন দীপিকার প্রাক্তন-বর্তমানের রসায়ন৷

Watch: Ranveer And Ranbir Are Killing it With Their Dance Moves
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 6:52 pm
  • Updated:July 24, 2016 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন-বর্তমান৷ সাধারণত নারীর এই দুই পুরুষের মধ্যে সম্পর্ক তেমন মধুর হয় না৷ বরং একটু তিক্তই হয়ে থাকে৷ তবে বলিউড ব্যতিক্রম৷ এখানে শত্রু-বন্ধু কিছুই চিরস্থায়ী নয়৷ তাই প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের সঙ্গে দিব্যি ঠুমকা লাগাচ্ছেন রণবীর কাপুর৷ কম যান না রণবীর সিংও, দীপিকার গানে দিব্যি তাল দিচ্ছেন তাঁর প্রাক্তনের সঙ্গে৷

এখানেই শেষ নয়৷ দুই জনে মিলে বিগ বি অমিতাভ বচ্চনের বিখ্যাত গান ‘জুম্মা চুম্মা দে’র তালে জমিয়ে দিয়েছেন পার্টি৷ 

পার্টিতে ছিলেন শাহরুখ-আলিয়া-অনুষ্কারাও৷ উপস্থিত ছিলেন দীপিকা নিজেও৷ তবে, মুখ্য আকর্ষণ অবশ্যই ছিলেন তাঁর প্রাক্তন ও বর্তমান৷ সূত্রের খবর দু’জনের পাগলামিই দিব্যি সামলেছেন মস্তানি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement