Advertisement
Advertisement

জ্যাকলিনের ‘আসলি’ চেহারা ফাঁস করে দিলেন অক্ষয়!

এরকম ভাবে নায়িকাকে এর আগে দেখা যায়নি, সন্দেহ কী!

Watch Jacqueline Fernandez and Akshay Kumar's Hilarious Face Swap
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 1:54 pm
  • Updated:October 27, 2020 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী সুন্দর দেখতে তাঁকে! এমনি এমনি কি আর সবাইকে পিছনে ফেলে শ্রীলঙ্কা-সুন্দরী হয়েছিলেন জ্যাকেলিন ফার্নান্ডেজ!
তবে, যেটা আমরা দেখে থাকি, সেটা না কি জ্যাকেলিনের আসল চেহারাই নয়! আসল চেহারাটা কীরকম, সেটা সম্প্রতি ফাঁস করে দিয়েছেন অক্ষয় কুমার।
আসলে অনেকগুলো দিন হয়ে গেল, জ্যাকেলিনকে তো বেশ কাছ থেকেই দেখছেন আক্কি! শুরুটা হয়েছিল ‘ব্রাদার্স’ ছবি দিয়ে। তার পর শুরু হল ‘হাউজফুল ৩’ ছবির শুটিং!
এখন তো প্রায় মুক্তির পথে ‘হাউজফুল ৩’। জোর কদমে চলছে ছবির প্রচার। সেই প্রচার করতে গিয়েই কাণ্ডটা ঘটালেন আক্কি।
কী করলেন তিনি?
জ্যাকেলিনকে সঙ্গে নিয়ে একটা ভিডিও পোস্ট করলেন টুইটারে। সেই ভিডিওর সঙ্গে লিখে দিলেন, ”দেখুন জ্যাকেলিনের আসলি চেহারা!”
বলছেন যখন, দেখুনই না! এরকম ভাবে নায়িকাকে এর আগে দেখা যায়নি, সন্দেহ কী!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement