Advertisement
Advertisement

Breaking News

অস্কারের দৌড়ে এবার ভারতের বাজি ‘ভিসারানাই’

চূড়ান্ত পরীক্ষার আগে আপনি একবার দেখে নিন দক্ষিণের এই সিনেমার কিছু ঝলক৷

'Visaranai' is India's official entry for Oscars 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 10:43 am
  • Updated:September 23, 2016 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোদ্ধা প্রস্তুত৷ এখন শুধু যুদ্ধের অপেক্ষা৷ ২০১৭ সালের অস্কারে বিদেশি ছবি বিভাগে ভারতের হয়ে লড়াইয়ে নামছে তামিল থ্রিলার ‘ভিসারানাই’৷

অসংখ্য ভাল ছবির সঙ্গে তূল্য মূল্য বিচার করে, অস্কার প্রতিযোগী হিসাবে শেষপর্যন্ত এই ছবিটিকেই মনে ধরেছে ভারতের চলচ্চিত্র ফেডারেশনের৷ তারা জানিয়েছে, গত এক বছরে ভারতে যে সমস্ত ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা ছিল৷ প্রতিযোগী হিসাবে নাম ছিল ‘বাজিরাও মাস্তানি’, ‘এয়ার লিফট’, ‘উড়তা পাঞ্জাব’-এর মতো বলিউডি ছবির৷ আবার ‘ফ্যান’, ‘সুলতান’-এর মতো বক্স অফিসে হিট ছবিও টক্কর দিতে হাজির ছিল নির্বাচন প্রক্রিয়ায়৷ ছিল বাংলা ছবি ‘শঙ্খচিল’ আর ‘সিনেমাওয়ালা’ও৷ কিন্তু, শেষ পর্যন্ত তামিল ছবিটিকেই যোগ্যতম বলে মনে হয়েছে, অস্কার সিলেকশন কমিটির৷

Advertisement

‘ভিসারানাই’ ছবিটির মূল প্রযোজক দক্ষিণি অভিনেতা ধনুশ৷ পরিচালক ভৈত্রিমারান৷ দক্ষিণের এই চিত্র পরিচালক ন’বছরের ফিল্ম কেরিয়ারে চার বার জাতীয় পুরস্কার জিতেছেন৷ ছবি করেছেন আটটি৷ এর মধ্যে চারটি ছবি পরিচালনা করলেও বাকি গুলিতে কখনও তিনি থেকেছেন প্রযোজক কখনও বা চিত্রনাট্যকারের ভূমিকায়৷ শুধু জাতীয় পুরস্কারই নয়৷ দু’টি ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ভৈত্রিমারান৷

অস্কারের জন্য মনোনীত ‘ভিসারানাই’ ছবিটিও ভৈত্রিমারানের জাতীয় পুরস্কার পাওয়া ছবিগুলির একটি৷ ৬৩তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে জাতীয় পুরস্কার জিতেছিল এই ছবি – সেরা তামিল ছবি, সেরা এডিটিং এবং সেরা অভিনেতা৷ ধনুশের পাশাপাশি ছবিটির প্রযোজনা করেছেন ভৈত্রিমারান৷ এছাড়া ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনিই৷

ভিসারানাই শব্দের অর্থ তদন্ত৷ ছবিটি একটি ক্রাইম থ্রিলার৷ এম চন্দ্রকুমারের উপন্যাস ‘লক আপ’ অবলম্বনে লেখা হয়েছে এর চিত্রনাট্য৷ ৫৩ বছরের চন্দ্রকুমারের নিজের অভিজ্ঞতা নিয়েই লিখেছেন বইটি৷ ১৯৮৩ সালে তাঁকে গ্রেফতার করে ১৩ দিন বন্দি করে রাখা হয় অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের একটি জেলে৷ চালানো হয় অত্যাচার৷ এমন একটি অপরাধের জন্য যা তিনি করেনইনি৷ ছাড়া পেয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে বই লেখেন চন্দ্রকুমার৷ ২০০৬ সালে মুক্তি পায় সেই উপন্যাস৷ ভিসারানাই সেই গল্পেরই চিত্ররূপ৷

ঠিক পাঁচ মাস পর ২০১৭-র ২৬ ফেব্রুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঘোষণা হবে অস্কারের লড়াইয়ের ফলাফল৷ তার আগে দেশ-বিদেশের প্রতিযোগীদের দিতে হবে আরও দু’টি পরীক্ষা৷ আগামী বছরের ৫-১৩ জানুয়ারি হবে অস্কারের চূড়ান্ত নমিনেশনে থাকার লড়াই৷ তাতে উতরে গেলে ১৩-২১ ফেব্রুয়ারি হবে অস্কার পাওয়ার জন্য ভোটাভুটি৷ তার আগে আপনি একবার দেখে নিন এই ছবির কিছু ঝলক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement