Advertisement
Advertisement

ফাঁস হল দীপিকা-রণবীরের অন্তরঙ্গ ভিডিও!

চুমু থেকে শুরু করে হৃদয় উন্মোচন- বাদ যায়নি কিছুই!

Video: When Deepika Padukone Flirted With Ranveer Singh On Stage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 3:48 pm
  • Updated:July 4, 2016 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়া বলে রণবীর সিংয়ের বলিউডে একটা নাম-ডাক আছেই! অন্য দিকে, দীপিকা পাড়ুকোনও বিখ্যাত তাঁর মস্তানির জন্য।
তার পরেও রণবীর সিংয়ের খোলামেলা স্বভাব নিয়ে একটু হলেও চাপে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন।
আসলে, সবার সামনে ভালবাসা প্রকাশ করা তাও একরকম ছিল! কিন্তু মা-বাবার সামনেও খোলামেলা অন্তরঙ্গতা মেনে নিতে একটু অসুবিধেই হচ্ছিল নায়িকার। যা নিয়ে একটা সময়ের পর রণবীরের উপর বেশ রেগেই গিয়েছিলেন নায়িকা। তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছিলেন, এই ব্যাপারটা নিয়ে দু’জনের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটিও হয়েছিল!
তার পর অবশ্য ধীরে ধীরে দীপিকা পাড়ুকোন রণবীর সিংয়ের এই খোলামেলা স্বভাবের সঙ্গে খাপ খাইয়ে নেন। এবং, দেখা যায়, রণবীরের স্বভাবের ছোঁওয়া লেগেছে তাঁর গায়েও। তিনিও আর প্রকাশ্যেই অন্তরঙ্গ হতে দ্বিধা বোধ করছেন না।
এবার, তাঁদের এই প্রকাশ্য অন্তরঙ্গতার একটা ভিডিও ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। ভাইরালও হল।
কী আছে সেই ভিডিওয়? তার চেয়েও বড় কথা, কোথায় ঘটেছে এই অন্তরঙ্গতা?
ঘটেছে স্পেনের মাদ্রিদে। ‘আইফা’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। চুমু থেকে শুরু করে হৃদয় উন্মোচন- বাদ যায়নি কিছুই!
বিশ্বাস না হলে নিচের এই ভিডিওয় দেখে নিন তাঁদের সেই অন্তরঙ্গ মুহূর্তের কয়েক ঝলক।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement