Advertisement
Advertisement

Breaking News

ডাকসাইটে সোনাক্ষীর নয়া অবতার ‘আকিরা’!

"মারামারি করে তিন বছর পড়াশোনার ক্ষতি হয়ে গিয়েছে৷ আর মারামারি করতে চাই না৷"

VIDEO: The Trailer Of Akira Is Out & It’s Supremely Badass!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 9:10 pm
  • Updated:July 4, 2016 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাদমস্তক শান্ত-শিষ্ট এক তরুণী৷ কাকুতি মিনতি করছেন তাঁকে যেন বেশি বিরক্ত না করা হয়৷ তাঁকে যেন বেশি ভয় দেখানো না হয়৷

উল্টোদিকে দাড়িয়ে থাকা ছেলেদের গ্যাং থেকে প্রশ্ন আসে, “বিরক্ত করলে কী করবে?”
তরুণীর উত্তর, “মারামারি করে তিন বছর পড়াশোনার ক্ষতি হয়ে গিয়েছে৷ আর মারামারি করতে চাই না৷”
তারপর?
একদল ছেলেকে চোখের নিমেষে মেরে শুইয়ে দিলেন তরুণী৷ বাকিটা ট্রেলার দেখে চমকে উঠতে হয়৷
দৃশ্যে যাঁকে দেখা যাচ্ছে, তিনি যে সে তরুণী নন৷ তিনি সোনাক্ষী সিনহা৷ আর দৃশ্যটি তাঁর আগামী ছবি ‘আকিরা’-র৷ ছবিতে এমনই এক ডাকসাইটে চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে৷
পরিচালক এ আর মুরুগাদসের ‘আকিরা’ ছবিটিতে সোনাক্ষীর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পরিচালক অনুরাগ কাশ্যপকে৷ অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্কনা সেনশর্মা, অমিত সাধকেও৷
‘গজনি’, ‘হলিডে’-র মতো সফল ছবির পরিচালক মুরুগাদসের ছবি ‘আকিরা’-র ট্রেলার প্রকাশিত হল সোমবার৷ অ্যাকশন সিকোয়েন্সে সোনাকে দেখে চোখ ফেরানো দায়!

Advertisement

দেখে নিন ছবির ট্রেলারটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement