Advertisement
Advertisement

Breaking News

প্রিয়জনকে প্রকাশ্যে চুম্বন বাণীর, ভাইরাল ভিডিও

প্রকাশ্যে কিনা এমন কাণ্ড ঘটালেন!

Video of Ex Roadies contestant Bani Judge kissing Swapna Bhavnani goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 10:31 am
  • Updated:March 27, 2017 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাফ অ্যান্ড টাফ’ স্বভাবের জন্যই তিনি বেশি পরিচিত৷ জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ দশেও তাঁকে সেভাবেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা৷ আর সেই বাণী জাজই কিনা এমন কাণ্ড ঘটালেন! দেখবেন কি, শুনেই অবাক হয়ে যাচ্ছেন তাঁর অনুগামীরা! বয়ফ্রেন্ডের সঙ্গে হলেও না হয় একটা কথা ছিল৷ কিন্তু এক মহিলাকে! তবে কি…?

bani-moss_032717010228

Advertisement

[জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?]

ভাবছেন তো কীসের এত আলোচনা? প্রাক্তন রোডিস প্রতিযোগী বাণী মুম্বইয়ে একটি গানের উৎসবে হাজির হয়েছিলেন৷ যেখানে ছিলেন ‘বিগ বস’-এর আরেক প্রাক্তন তারকা স্বপ্না ভবনানি৷ সেখানেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে চুম্বনে আবদ্ধ হলেন তাঁরা৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ পিছনে সূর্যাস্তের মনোরম দৃশ্য৷ আর সামনে বাণী ও স্বপ্নার এই কীর্তি৷ সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বাণী৷ একই ভিডিও শেয়ার করে স্বপ্না লেখেন, “তুমিই আমার সূর্যোদয় বাণী!” আর তারপরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এর পাশাপাশি আরও বেশ কিছু ছোট ভিডিও পোস্ট করেন তাঁরা৷ অনেকে বলছেন, এভাবেই হয়তো দুনিয়াকে কোনও বার্তা দিতে চাইছেন তাঁরা৷ অনেকের আবার ধারণা শুধুমাত্র মজা করতেই এসব করেছেন৷ যদিও এখন সেই ভিডিও সরিয়ে ফেলেছেন তাঁরা৷

#Repost @banij ・・・ Joy Ride. The beauty in letting it all Go is you get to see what comes back or stays.. right? I’ve always had more Questions than Answers. #attainment #things #beautifulThings #beautifulPeople #notjusttheoutsides #imallabouttheinsides #getintoit #loyaltyisFleeting #stayTrueBooBoo #notjustabouttheGoodtimes Life is precious, people are precious. Don’t betray yourself, don’t betray love. Honesty and being present are the greatest things we can offer to ourselves and to others. Shiny new things only hold any sort of REAL value if you get to share them with REAL people you actually appreciate and value. BE there for one another. BE true and OPEN. BE, together. The rest of the game is just about numbers. And who cares about that when your times up anyway? I just want to remember and think of all the people I loved and the best life I lived. Only good shit. Fuck the bad shit. Ain’t nobody got time for that. Surround yourself with celestial level connections and love. Everything rises up out of that✨ #getonaHigherFrequency #vibrateHigher #intergalacticLvl

A post shared by Sapna Bhavnani (@sapnamotibhavnani) on

[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]

হেয়ার স্টাইলিস্ট স্বপ্না অবশ্য নিজের ব্যক্তিগত জীবন গোপন করেন না৷ তিনি যে উভকামী, সে কথা সবারই জানা৷ কিন্তু বাণী? তাঁর এই দিকটি কি কারও জানা ছিল? বয়ফ্রেন্ড যুবরাজ ঠাকুরের সঙ্গে আপাতত তাঁর সম্পর্কও ঠিকঠাক৷ তাহলে? ভাববারই বিষয় বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement