Advertisement
Advertisement

Breaking News

টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন স্বামী ওম, বিতর্কিত ভিডিও ভাইরাল

ভিডিওয় দেখুন স্বামীর কাণ্ড-কারখানা।

Video of Big Boss 10 contestant Swami Om imparting Yoga lesson to topless girl goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2017 8:49 am
  • Updated:May 9, 2017 8:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ জুন বিশ্ব জুড়ে মহা সাড়ম্বরে পালিত হবে যোগ দিবস। তার আগে নিজের ভক্তদের যোগ দিবসের পাঠ দিতে গিয়ে শালীনতা সীমা ছাড়ালেন স্বঘোষিত বাবা স্বামী ওম। বিগ বস ১০-এর এই প্রতিযোগীর কাণ্ড-কারখানা নিয়ে আলাদা করে বলার কিছু নেই বোধহয়। সহপ্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাঁদের দিকে প্রস্রাব ছুড়ে দেওয়া, মহিলা প্রতিযোগীদের অশ্রাব্য গালিগালাজ করা, এসব তো নস্যি তাঁর কাছে। কিন্তু নিজেকে সনাতন হিন্দু ধর্মের ধারক-বাহক দাবি করা স্বামী ওম এবার সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ালেন। ইনস্টাগ্রাম এক অর্ধনগ্ন শিষ্যাকে যোগ শেখানোর ভিডিও পোস্ট করে বিতর্কে ওম।

WHAT THE FUCK? Follow @Omswamitrolls for more. and TAG YOUR FRIENDS HERE TOO. 😂 #Omji #OmSwami #Omswamiji #Colorstv #BiggBoss #BaniJ #ManveerGujjar #PriyankaJagga #Mannupunjabi #Rohanmehra #GauravChopra #Rahuldev #Lopamudra #Nitibhakaul #Monalisa #BiggBossSeason10 #Season10 #BiggBossOfficial #SalmanKhan #BeingIndian #BB10 #SwamiOm

Advertisement

A post shared by Om Swami Trolls. 🔵 (@omswamitrolls) on

ভিডিওয় দেখা যাচ্ছে, অর্ধনগ্ন এক তরুণীর পাশে পদ্মাসনে বসে আছেন ওম। তারপর আসন্ন যোগ দিবস নিয়ে ভক্তদের পাঠ দিচ্ছিলেন ওম। শুধু তাই নয়, ওই শিষ্যার সঙ্গে কোমর দোলাতেও দেখি গিয়েছে স্বামী ওমকে। আপলোড করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে দুটি ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement