Advertisement
Advertisement

Breaking News

অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

সেই ভিডিওই এখন ভাইরাল। দেখে নিন আপনিও...

Video of a 'drunk' Priyanaka on Oscar stage goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 11:25 am
  • Updated:March 1, 2017 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের রেড কার্পেটে হেঁটে লাইম লাইটখানা নিজের দিকে তো ঘুরিয়েই নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর অস্কারের ব্যাকস্টেজে টাকিলা খেয়ে এই মেয়ে যা কাণ্ড করেছেন, সেই ভিডিও এখন ভাইরাল।

‘লাইভ উইথ কেলি’র সঞ্চালক কেলি রিপা অস্কারের ব্যাকস্টেজে তখন লাইভ ইন্টারভিউ করছিলেন একের পর এক সেলিব্রেটির। পুরস্কার বিজয়ীদের সঙ্গে ছিলেন হলিউডের তাবড় তাবড় স্টাররা। সেখানেই ক্রিসি টেইগেনের সঙ্গে আড্ডায় যোগ দেন প্রিয়াঙ্কা। সঙ্গে জেনিফার অ্যানিস্টন। আর এরপর এই আড্ডা সেশনে যা হল, জাস্ট যা তা!

Advertisement

সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেলির সঙ্গে টাকিলা শটে ব্যস্ত প্রিয়াঙ্কা। মাঝে একবার প্রিয়াঙ্কা বলেও বসেন, “এরপর আমি বাড়ি যেতে পারব বলে মনে হচ্ছে না।” কে জানে বাবা, খুব চড়ে গিয়েছিল বোধহয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement