Advertisement
Advertisement

ফাঁস রণবীর-মাহিরার ভিডিও, তোলপাড় নেটদুনিয়া

দুই তারকার একটি ভিডিও নিয়েই তৈরি হয়েছে জল্পনা৷

video depicting Ranbir-Mahira cameo goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2017 12:00 pm
  • Updated:March 20, 2017 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির জেরে এ দেশে পাক শিল্পীদের কাজ আপাতত নিষিদ্ধ৷ কিন্তু বলিউডের গ্ল্যামার থেকে কি নিজেদের একেবারে দূরে সরিয়ে ফেলতে পেরেছেন পাক অভিনেতা, অভিনেত্রীরা? হয়তো না৷ কারণ ফের ভারতীয় তারকার পাশে পাক শিল্পীর উপস্থিতি নিয়ে তৈরি হল জলঘোলা৷ তিনি মাহিরা খান৷ ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুবাদে তিনি এখন পরিচিত নাম৷ তবে কিং খান নয়, এবার তাঁর নাম জড়াল রণবীর কাপুরের সঙ্গে৷

[‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা?]

তবে কি রণবীরের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন মাহিরা? কিন্তু পাক শিল্পী হয়ে কীভাবে ভারতীয় অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি? নাহ্৷ সেসব কিছু নয়৷ রবিবার দুবাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিলেন রণবীর ও মাহিরা৷ আপাত দৃষ্টিতে সব ঠিকই ছিল৷ কিন্তু দুই তারকার একটি ভিডিও নিয়েই তৈরি হয়েছে জল্পনা৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, রণবীরকে কিছু বোঝানোর চেষ্টা করছেন মাহিরা৷ দু’জনই বেশ সিরিয়াস৷ তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে কথা হচ্ছে তা বোঝার উপায় নেই৷ কারণ ভিডিওতে কোনও অডিও নেই৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে৷

Advertisement

একটি ভিডিও নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন আরেকটি ভিডিওতে দেখা গেল, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন রণবীর ও মাহিরা৷ তাহলে হলটা কী? তবে কি রণবীরের সঙ্গে নতুন কোনও কেমিস্ট্রি তৈরি হচ্ছে মাহিরার? শোনা যাচ্ছে, কোনও একটি দৃশ্যে অভিনয়ের জন্য হয়তো তাঁরা রিহার্সাল দিচ্ছিলেন৷ কারণ যা-ই হোক, এই ভিডিওর মাধ্যমে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন মাহিরা৷

[কপিল শর্মার গার্লফ্রেন্ড সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?]

Ranbir Kapoor and Mahira Khan backstage at the Global Teacher Prize ceremony – 3 #RanbirKapoor #Ranbir #MahiraKhan #GlobalTeacherPrizeEvent

A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement