Advertisement
Advertisement
ভিকি কৌশল, উধম সিং বায়োপিক

রাশিয়ায় টিম ‘উধম সিং’, দেখুন কেমন লাগছে ‘বিপ্লবী’ ভিকিকে

রাশিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক সুজিত সরকার।

Vicky Kaushal's first look out from Udham Singh biopic
Published by: Sandipta Bhanja
  • Posted:April 30, 2019 9:27 pm
  • Updated:April 30, 2019 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিংক’-এর প্রযোজক সুজিত সরকারের হাত ধরে তৈরি হচ্ছে বিপ্লবী উধম সিংয়ের বায়োপিক। সেই ছবিতে যে বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব ‘উরি’ অভিনেতা ভিকি কৌশলকে উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এবার দেখা গেল উধম সিং-রূপী ভিকিকে। প্রকাশ্যে এল সুজিত সরকার পরিচালিত উধম সিংয়ের বায়োপিকের ফার্স্টলুক।

[আরও পড়ুন:  মুনমুনের ‘বেড-টি’ মন্তব্য লজ্জার, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক স্বস্তিকা]

Advertisement

এই মুহূর্তে ছবির শুটিং চলছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ধূসর রঙা লম্বা ঝুলের ওভার কোট, মাথায় হ্যাট, ব্যাকব্রাশ করা চুলে দিব্যি লাগছে দেখতে ভিকিকে। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিকি খোদ। উল্লেখ্য হরর ছবির শুটিং সেটে আঘাতপ্রাপ্ত হয়ে ভিকির গালে যে ১৩টি সেলাই পড়েছিল। অভিনেতার গালে সেই কাটা দাগও ধরা পড়ল ছবিতে।

সব ঠিক থাকলে ২০২০ সালে মুক্তি পাবে উধম সিং বায়োপিক। সারা বছর ধরে বিভিন্ন সিজনে বিক্ষিপ্তভাবে চলবে শুটিংয়ের কাজ। সুজিত জানান, মোটামুটি ছয় মাস লাগবে শুটিং শেষ হতে। রাশিয়ায় শুটিং প্রসঙ্গে তিনি বলেন, “রুশদের মনে কিন্তু ভারতের জন্য একটা আলাদা জায়গা রয়েছে। ওদের বলিউড-প্রীতি রয়েছে। রাজ কাপুর, শশী কাপুর, অমিতাভ বচ্চন হোক কিংবা মিঠুনদা, সবাইকে চেনে। ভালও বাসে। এখানে এসে আপনার যদি কিছু দরকার হয়, তাহলে জাস্ট ‘ডিস্কো ডান্সার’-এর ‘জিমি জিমি’ গানটা গাইবেন। ব্যাস!”

[আরও পড়ুন:  ডেনমার্কের নাগরিক দীপিকা! মুম্বইয়ে কীভাবে ভোট দিলেন অভিনেত্রী?]

ভিকিকে প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিতের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব বর্তেছে। এমনটাই জানান পরিচালক।

১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডয়ের করে হত্যা করেছিলেন উধম সিং। ব্রিটিশ শাসিত ভারতের সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরবেন ‘পিংক’ খ্যাত পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement