Advertisement
Advertisement

Breaking News

Manoj Kumar

বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার

এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Veteran Bollywood Actor Manoj Kumar Died
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2025 8:48 am
  • Updated:April 4, 2025 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 

Advertisement

১৯৩৭ সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণণ গোস্বামী। ১৯৫৭ সালে অর্থাৎ মাত্র কুড়ি বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবি ‘ফ্যাশন’। ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ ছবি করে সাড়া ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিনেমা হিট। ১৯৬৫ সালে তার ‘গুমনাম’ সিনেমাটি আয় করেছিল ২.৬ কোটি টাকা। যা সেবছরের সর্বোচ্চ। এরপর ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ক্রান্তির মতো ছবি করেছেন তিনি। ক্রান্তি ছবিটির পর থেকেই তাঁর নাম হয়ে যায় ‘ভারত কুমার’। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি। ১৯৭৫ সালে ‘রোটি কাপড়া অউর মওকান’ ছবির জন্য ফিল্ম ফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী পান ‘ভারত কুমার’। ১৯৯৯ সালে পেয়েছেন জীবনকৃতি সম্মান। ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পান তিনি।

২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ভোরে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, লিভার সিরোসিরের কারণেই এই মৃত্যু। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, আগামিকাল সকালে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন তারকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement