সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরারোগ্য ক্যানসারের কাছে হার মানলেন টম অলটার৷ শুক্রবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬৭ বছরের অভিনেতা৷ অভিনেতার পরিবারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই খবর৷
জন্মসূত্রে মার্কিন হলেও ভারতবর্ষই টমের নিজের দেশ ছিল। বড় হয়ে উঠেছিলেন উত্তরাখণ্ডের এক অখ্যাত গ্রামে। হিন্দি ভাষায় বিশেষ দক্ষতা ছিল তাঁর। দখল ছিল উর্দু ভাষাতেও। তবে অভিনয় ছিল তাঁর সবচেয়ে বড় টান। সেই ঝোঁকেই পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হন। পড়াশোনা শেষ করেই পাড়ি দেন মুম্বই।
বলিউডে তাঁর প্রবেশ ঘটেছিল ১৯৭৬ সালে। পরিচালক রমানন্দ সাগরের ‘চরস’ ছবিতে কাস্টমস অফিসার হিসেবে দেখা গিয়েছিল টমকে। এরপরই সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’-তে সুযোগ পেয়ে যান অভিনেতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বলিউড ছবিতে অভিনয় করে চলেন তিনি। চরিত্র ছোট হলেও টমের বলিষ্ঠ অভিনয় তাঁকে এনে দিয়েছিল পরিচিতি। তবে বলিউডের চেয়েও টমের প্রিয় জায়গা ছিল মঞ্চ। সেখানেই যেন প্রকৃত আনন্দের পরশ পেতেন। ১৯৭৭ সালে নাসিরুদ্দিন শাহ ও বেঞ্জামিন গিলানির সঙ্গে তৈরি করেন মোটলি থিয়েটার গ্রুপ। তা নিয়েই ব্যস্ত থাকতেন। শেষ তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘সরগোশিয়াঁ’ ছবিতে। ছোটপর্দাতেও ‘রিস্তোঁ কা চক্রব্যূহ’ সিরিয়ালে বিশেষ ভূমিকায় ছিলেন তিনি।
[প্রথম বাংলা ছবি ‘ডুব’-এর ট্রেলারেই নজরকাড়া ইরফান খান]
এর মধ্যেই জানা যায় ক্যানসারে আক্রান্ত পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা। স্টেজ ফোরে ছিল তাঁর এই মারণ রোগ। চিকিৎসা চলছিল মুম্বইয়ের সইফি হালপাতালে। শোনা গিয়েছে, কিছুদিন আগেই হাল ছেড়ে দেন চিকিৎসকরা। অভিনেতাকে নিয়ে আসা হয় তাঁর বাড়িতে। সেখানেই শুক্রবার আত্মীয়-পরিজনদের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টম। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের আবহ বলিউডে। অনেকেই স্মৃতিচারণ করেছেন টুইটের মাধ্যমে।
RIP Tom Alter…have the fondest childhood memories of seeing him on zabaan sambhal ke… https://t.co/Cvb1zq2OuP
— Arjun Kapoor (@arjunk26) September 30, 2017
Waking up to some tragic news about the passing away of Mr. Tom Alter. A one of a kind, grace personified, thorough gentleman. #RIPTomAlter
— Nimrat Kaur (@NimratOfficial) September 30, 2017
Numb discovering you are no more #TomAlter sir. My teacher, my senior, my mentor and my co-actor ! You will be in my heart 4 ever!! RIP
— Pitobash (@pitobash) September 30, 2017
The world is a good man short this morning. Fine actor, pure sports lover and kind human being. You enriched our world #TomAlter
— Harsha Bhogle (@bhogleharsha) September 30, 2017
[দুর্ঘটনার কবলে বিদ্যা বালানের গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.