Advertisement
Advertisement

Breaking News

হাজার চেষ্টা করেও রোখা গেল না পাইরেসি, অনলাইনে ফাঁস ‘উরি’

কোন ওয়েবসাইটে ফাঁস হল ছবিটি?

Uri The Surgical Strike leaked online
Published by: Sulaya Singha
  • Posted:January 19, 2019 2:34 pm
  • Updated:January 19, 2019 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে জাঁকিয়ে বসেছে ‘উরি’৷ সেলুলয়েডে দেশাত্মবোধকে উসকে দিয়ে ইতিমধ্যেই ৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ ভিকি কৌশলের ছবি যাতে কোনওভাবেই পাইরেসির শিকার না হয়, তার জন্য নজরদারিও ছিল বেশ কড়া৷ তা সত্ত্বেও অনলাইনে ফাঁস হয়ে গেল উরি৷

জানা গিয়েছে, একটি পাইরেসি ওয়েবসাইট TamilRockers ছবিটি অনলাইনে ফাঁস করে দিয়েছে৷ যা নিয়ে সরগরম বলিউড৷ ছবির নির্মাতারা ওয়েবসাইটটির বিরুদ্ধে সরব হয়েছে৷ অনলাইনে ছবি দেখলে বা তা ডাউনলোড করলে ছবির ব্যবসা মার খাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন প্রযোজকরা৷

Advertisement

[স্বপ্ন আর বাস্তবের জলছবি ‘দ্বিখণ্ডিত’, সাইকোলজিক্যাল ড্রামায় শাশ্বত]

প্রযুক্তি, সংলাপ ও ভিকি কৌশলের অভিনয় মুন্সিয়ানায় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’৷ উরিতে সন্ত্রাস হামলা এবং তার জবাবে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক৷ সমগ্র ঘটনা যেভাবে চিত্রায়িত করেছেন পরিচালক আদিত্য ধর, তা সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ আর মুক্তির পর থেকেই ‘পাইরেসি’ রুখতে অভিনব পন্থা অবলম্বন করেছিলেন নির্মাতারা৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কয়েকটি দৃশ্য। এক ঝলকে দেখলে এটিকে পাইরেটেড কপি বলে মনে হতে পারে। কিন্তু আদতে তেমনটা নয়৷ ওটি পাইরেটেড কপির মতো নকল দেখতে হলেও, আসলে এর দ্বারা ‘টরেন্ট চোর’দের উপর একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইকই করেন এই ছবির নির্মাতারা। প্রায় ৮ জিবি সাইজের ভিডিওটি নিজেরাই তৈরি করেন তাঁরা৷ যা দেখতে একদম পাইরেটেড কপির মতো এবং যা আপলোডও করা হয়েছে টরেন্টের মতো পাইরেটেড ছবির সাইটে৷ কেউ আসল ছবি ভেবে ওটি ডাউনলোড করলে প্রথমে কিছুক্ষণ ছবি চলবে৷ তবে কিছুক্ষণ পরেই পাইরেটেড ছবি ব্যবহার করা নিয়ে সতর্ক বার্তা দিতে দেখা যাবে ভিকি কৌশল-ইয়ামি গৌতমকে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে একটা বড় অংশের ‘চোর’দের বোকা বানিয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷ এসব সত্ত্বেও পাইরেসি রোখা সম্ভব হল না৷ TamilRockers-এর বিরুদ্ধে এবার কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেটাই এখন দেখার৷

[নান্দনিক মোড়কে একান্তই সৃজিতের ছবি হয়ে উঠল ‘শাহজাহান রিজেন্সি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement