Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানে ঢুকে ভিকি কৌশলের সার্জিক্যাল স্ট্রাইক! প্রকাশ্যে ‘উরি’-র টিজার

আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগেই ছবির মুক্তি৷

Uri teaser released on the Internet
Published by: Tanujit Das
  • Posted:September 29, 2018 7:42 pm
  • Updated:September 29, 2018 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-র ১৮ সেপ্টেম্বর, জম্মু-কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ ফিদায়েঁ হামলায় শহিদ হন ভারতীয় সেনার ১৯ জওয়ান৷ সেই ভয়ঙ্কর জঙ্গি হানায় ভিতরে ভিতরে রাগ জমছিল দেশবাসীর মনে৷ প্রতিশোধের আগুনে জ্বলছিলেন সকলে৷ সেই মাসেরই ২৯ সেপ্টেম্বরের দুপুরের দিকে সাংবাদিক সম্মেলন করেন লেফটেন্ট্যান্ট জেনারেল রণবীর সিং৷ জানান, ২৮ সেপ্টেম্বর রাতের গাঢ় অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাত থেকে আটটি জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা৷ সার্জিক্যাল স্ট্রাইক চালান হয়েছে অধিকৃত কাশ্মীরে৷ এবার ভারতীয় সেনার সেই পরাক্রমের ছবিই উঠে আসছে সিনেমার পর্দায়৷ আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগেই ‘উরি’ নিয়ে হাজির হচ্ছেন চিত্রনাট্যকার ও পরিচালক আদিত্য ধর৷ প্রকাশ্যে এল এই সিনেমার টিজার৷

[আমিরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ভয় পান, স্বীকারোক্তি অমিতাভের]

Advertisement

আজ, শনিবার দু’বছর অতিক্রম করল সেই সার্জিক্যাল স্ট্রাইক৷ দিনটি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হচ্ছে দেশজুড়ে৷ এর ঠিক একদিন আগে, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘উরি’ সিনেমার টিজার৷ ‘মাসান’, ‘রাজি’, ‘রমন রাঘব’ ও ‘সঞ্জু’, ‘মনমর্জিয়া’র মতো সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ভিকি কৌশলকে৷ ইতিমধ্যে বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেতা৷ এই ছবিতেও তাঁর চরিত্রে রয়েছে বিশেষ চমক৷ এক সেনা জওয়ানের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ সূত্রের খবর, উরি হামলার প্রতিশোধ নিতে বন্দুক হাতে সীমান্ত টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকবেন তিনি৷ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ধ্বংস করবেন পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি৷

[করণের সঙ্গে কফির আড্ডায় প্রথম পর্বে আসছেন কোন অভিনেত্রী?]

সম্ভবত, আগামী বছর ১১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘উরি’৷ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইয়ামি গৌতম, কৃতি কুলহারি, পরেশ রাওয়াল ও টেলি অভিনেতা মোহিত রানা৷ শিব রূপে দীর্ঘদিন ধরে মোহিতকে দেখেছেন দর্শকরা৷ এবার এই ছবিতে একটা অন্য রকমের চরিত্রে দেখা যাবে তাঁকে৷ যা দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা৷ এই ছবি নিয়ে এখন থেকেই অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছেন ভিকি কৌশল৷ চলতি বছর বলিউডে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি৷ আশা করছেন আগামী বছরটাও একই রকম যাবে তাঁর৷ ‘উরি’ ছাড়াও আগামী বছর ভিকি কৌশলকে দেখা যাবে করণ জোহর পরিচালিত তারকাখচিত ছবি ‘তখত’-এ৷ সেখানে তিনি স্ক্রিন ভাগ করে নেবেন রনবীর সিং, করিনা কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর ও জাহ্নবী কাপুরের সঙ্গে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement