Advertisement
Advertisement

OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল

কিন্তু কেন? কী এমন হল তাঁর সঙ্গে?

Twinkle Khanna chokes at 30,000 feet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 7:24 am
  • Updated:July 24, 2017 7:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে এমন বিপত্তি হতে পারে, বোধহয় স্বপ্নেও ভাবেননি টুইঙ্কল খান্না৷ দিব্যি বিমানে উঠে বসেছিলেন অক্ষয়-ঘরনি৷ ভেবেছিলেন এবার নিশ্চিন্তেই গন্তব্যে পৌঁছানো যাবে৷ কিন্তু হঠাৎই বিকট গন্ধ নাকে এসে লাগে তাঁর৷ গন্ধের তীব্রতা এতটাই ছিল যে প্রায় দমবন্ধ হয়ে আসছিল টুইঙ্কলের৷ মাঝ আকাশে বিমানে এমন গন্ধ কোথা থেকে আসতে পারে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তাঁর মাথায়৷ এদিকে-ওদিকে গন্ধের উৎস খোঁজার চেষ্টা করছিলেন ‘মিসেস ফানি বোনস’৷ শেষকালে মিলল দুর্গন্ধের সূত্র৷ এক সহযাত্রীর মোজা থেকেই ছড়িয়ে পড়ে এই দুর্গন্ধ৷ টুইঙ্কলের কথায়, দু’টি ব্যাঙ মরে পচে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন গন্ধই বের হচ্ছিল ওই ব্যক্তির মোজা দু’টি থেকে৷

 

Advertisement

[আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর]

এ বিষয়ে বিমানসেবিকার সঙ্গেও কথা বলেন টুইঙ্কল৷ নিজে নাক দিয়ে পরীক্ষা করে তিনিও নিশ্চিত হন ওই যাত্রীর মোজার সৌজন্যেই এত দুর্গন্ধ গোটা বিমানে৷ কিন্তু এ কথা কি কোনও মানুষকে সরাসরি বলা যায়? তাহলে কী উপায়? উপায় একটা হল বটে৷ ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ার পর বিমানসেবিকাই সেই উপায়টি করলেন৷ সোজা তাঁর পায়ে গিয়ে প্রচুর পরিমানে পারফিউম স্প্রে করে দিলেন৷

 

এতে কিছুটা হলেও রেহাই মেলে৷ অনেকক্ষণ বাদে যেন ধরে প্রাণ আসে টুইঙ্কলের৷ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সক্ষম হন তিনি৷ সুগন্ধের সৌজন্যে এ যাত্রায় রক্ষে পেলেন ‘মিসেস ফানি বোনস’৷

[‘উত্তমজেঠুর মতো কেউ আগামী ১৩৭ বছরেও আসবে না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement