Advertisement
Advertisement

৮ কোটি টাকা প্রতারণার শিকার টেলি অভিনেতা, অভিযোগ দায়ের পুলিশে

ডেভলপারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

TV actor Gautam Rode cheated of Rs 8 crores
Published by: Bishakha Pal
  • Posted:August 14, 2018 9:12 pm
  • Updated:August 14, 2018 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার শিকার হলেন টেলিভিশন অভিনেতা গৌতম রোড। তাঁর সঙ্গে প্রতারণার শিকার হয়েছেন আরও দু’জন। অভিযোগ, ৮ কোটি টাকা প্রতারণা করা হয়েছে তাঁদের। এ নিয়ে মুম্বই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন গৌতম রোড।

তিনি অভিযোগ জানিয়েছেন, তিনি এবং আরও দু’জন একটি ফ্ল্যাট বুক করেছিলেন। যখন তাঁরা ফ্ল্যাটটি বুক করেন, তখন সেটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। ফ্ল্যাটটি পশ্চিম গোরেগাঁওয়ে অবস্থিত।কিন্তু ২০১৬ সাল পর্যন্ত ওই বিল্ডিংটি ১৪ তলার বেশি ওঠেনি।

Advertisement

টেলিভিশন ছেড়ে এবার নয়া ভূমিকায় অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ]

জানা গিয়েছে, গৌতম রোড ডেভলপার অতিথি প্যাটেলের সঙ্গে দেখা করেন ২০১৬ সালে। তাঁকে বলা হয়েছিল, গোরেগাঁওয়ে ৫৫ তলা একটি বিল্ডিং তৈরি হবে। সেটি তখন নির্মীয়মাণ অবস্থায় ছিল। তাঁকে আশ্বস্ত করা হয় ২০১৮ সালে ডিসেম্বরের মধ্যে বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে। প্রতিশ্রুতির উপর ভরসা রেখে ৩১ তলায় একটি ২ হাজার ৪৪৫ স্কোয়্যার ফিট ফ্ল্যাট বুক করেন গৌতম। দাম পড়ে ৪ কোটি টাকা। তখন তাঁকে ১.৫ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। এছাড়া প্রতি মাসে ইনস্টলমেন্টে ৫ লাখ টাকা করে দিতেও বলা হয়। এতদিন সেটাই করে এসেছেন গৌতম। ২০১৬ সালের মে মাস থেকে ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত ২.১১ কোটি টাকার চেক দেওয়া হয়।

এফআইআরে এও বলা হয়েছে, গৌতম বুকিং ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়নি। তিনি ফ্ল্যাটটি রেজিস্টারও করে নিতে চেয়েছিলেন। কিন্তু সেটিও তাঁকে করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু যখন বিল্ডিংটি ১৪ তলার উপরে আর উঠছেই না, তখন সব টাকা ফেরৎ চান গৌতম। কিন্তু ডেভলপার তা দিতে অস্বীকার করে।

তবে ডেভলপারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত এমন ক্ষেত্রে চুক্তি বাতিল করলে কোনও টাকা ফেরৎ পাওয়া যায় না। কিন্তু তবু তারা গৌতম রোডকে অপেক্ষা করতে বলেছেন।

মোহিত রায়নার সঙ্গে বিচ্ছেদ? ‘সিঙ্গল’ মৌনী রায় ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement