Advertisement
Advertisement

বৃষ্টিভেজা বন্ধুত্বের দিন কীভাবে উপভোগ করলেন টলি সেলেবরা?

দেখুন সেই ছবি৷

Tv actor celebrate friendship day with their bestie
Published by: Sayani Sen
  • Posted:August 5, 2018 2:31 pm
  • Updated:August 5, 2018 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার৷ ছুটির দিন৷ সকাল থেকেই মুখভার আকাশের৷ সঙ্গে বৃষ্টি। তার ওপর সোনায় সোহাগার মতো আজ বন্ধুত্বের দিন। বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডা, পার্টি, পিএনপিসি আর অবশ্যই মুখরোচক খাবার-সব মিলিয়ে চমৎকার দিন কাটাচ্ছেন তো? আম বাঙালির কাছে আদর্শ ফ্রেন্ডশিপ ডে-র সংজ্ঞা তো এটাই। স্কুলের বন্ধু হোক বা কলেজের, পুরনো হোক বা নতুন৷ আজ নিশ্চয়ই তাঁদের সঙ্গে দেদার মস্তির প্ল্যান রয়েছে মাথায়। টলি সেলেবরাও পালন করছেন বন্ধুত্বের দিন৷ চলুন দেখে নিই কীভাবে ফ্রেন্ডশিপ ডে পালন করছেন তাঁরা৷

[ফের টেলিভিশনে মনামী, ফিরছেন নায়িকার ভূমিকায়]

সন্দীপ্তা সেন: টেলিভিশনের চেনা মুখ সন্দীপ্তা সেন৷ একের পর এক জনপ্রিয় সিরিয়ালের দৌলতে আজ তিনি পৌঁছে গিয়েছেন বেশিরভাগ মানুষের ড্রয়িংরুমে৷ রূপোলি জগতের ব্যস্ত শিডিউলে বন্ধুত্বের দিনের কথা ভুলে যাননি সন্দীপা৷ রাহুল ও সুদীপ সরকারের সঙ্গে সেলফি ক্লিক করে নিয়েছেন তিনি৷ জীবনে চলার পথের বাঁকে বাঁকে হাজারও বন্ধু পেয়েছেন সন্দীপ্তা, কিন্তু ভোলেননি ছোট্টবেলার বন্ধুদের৷ আজও সময় পেলেই আগের মতো আড্ডা জুড়ে দেন মিষ্টি মিশুকে তন্বী৷ ফ্রেন্ডশিপ ডে-তে নিজের স্কুলের বান্ধবীর সঙ্গেও ছবি পোস্ট করেছেন তিনি৷

Advertisement
[‘কে হবে বাংলার কোটিপতি’-তে নয়া চমক, হট সিটে এবার ঝুলন]

[ফের টেলিভিশনে সোহিনি, এবার ‘ভূমিকন্যা’ রূপে]

নীল ভট্টাচার্য: ইতিউতি এক সাথে ঘোরাফেরা করতে দেখা যায় নীল ও তৃণা সাহাকে৷ যে সারাবছর পাশে থাকে, তাঁকে কী আর বন্ধুত্বের দিনে ভুলে থাকা যায়? তাই তো আজকের বিশেষ দিনে এক সঙ্গে নিজেদের খুনসুটির ছবি পোস্ট করলেন দুজনে৷

[শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘খোকাবাবু’, বিষণ্ণ তরী]

শ্রীমা ভট্টাচার্য: তাবড় তাবড় অভিনেত্রীরা বলেন, টলি জগতে নাকি কেউই কারও ভাল বন্ধু হয়ে উঠতে পারেন না৷ কিন্তু সেই চেনা গণ্ডি ছেড়ে বেরোলেন  ‘জামাই রাজা’ সিরিয়ালের অভিনেত্রী শ্রীমা৷ এই সিরিয়ালেই প্রথম হাতেখড়ি হয়েছে তাঁর৷ মানালি, গীতশ্রী, প্রাপ্তিই হয়ে উঠেছে তাঁর বেস্ট ফ্রেন্ড৷ বন্ধুত্ব দিবসে বন্ধুর জন্য একটা সেলফি হবে না? তা হয় নাকি?

[এ কেমন পোশাক! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার একতা কাপুর]

ঐশ্বর্য সেন: ছোট থেকেই কথা বলতে অত্যন্ত ভালবাসেন ‘শুভদৃষ্টি’-র নায়িকা ঐশ্বর্য৷ ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় পেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই ভালবাসেন তিনি৷ রূপোলি জগতে পা রেখেই পূর্বাশা রায়ের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর৷ ফ্রেন্ডশিপ ডে-তে এমন বন্ধুকে ভোলা যায়? তাই তো একই ফ্রেমে দেখা গেল দুজনকে৷

[পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিতের ‘এক যে ছিল রাজা’, প্রকাশ্যে মোশন পোস্টার]

প্রিয়ম চক্রবর্তী: ফ্রেন্ডশিপ ডে-তে সবাই যখন নিজের স্কুল জীবনে বা অভিনয় জগতের বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করতে ব্যস্ত, তখন অভিনেত্রী প্রিয়ম হাঁটছেন অন্য পথে৷ প্রিয়মের প্রেমিক শুভজিৎই তাঁর বেস্টি৷ তাই বন্ধুত্বের দিনে হাসি মুখে ছবি শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী৷    

[ডিজনিল্যান্ডে হাত ধরাধরি করে ঘুরছেন রণবীর-দীপিকা, প্রকাশ্যে ভিডিও]

দেবপর্ণা চক্রবর্তী: ছোটবেলার স্কুল জীবনের বন্ধুই এখন দিল্লিনিবাসী৷ তাতে বন্ধুত্বে চিড় ধরেনি এতটুকু৷ আজকের দিনে বন্ধুর হাত না ধরতে পারার আক্ষেপ রয়েছে টলি সেলেব দেবপর্ণার৷ তাই তো নস্ট্যালজিক হয়ে বেস্টি প্রমা মুখোপাধ্যায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন তিনি৷

[স্থিতিশীল সোনালি, টুইট করে জানালেন স্বামী গোল্ডি]

তানিয়া গঙ্গোপাধ্যায়: ছুটির দিনে সকাল থেকেই মন কেমন করছে ‘চোখের বালি’-র বিনোদিনীর৷ ফ্রেন্ডশিপ ডে-তে বেস্টির সঙ্গে একসঙ্গে কাটানো সেরা মুহূর্তের ছবি তুলে ধরেছেন অভিনেত্রী৷ চিরকাল বন্ধুত্বের বাঁধন অটুট থাকুক তাঁর, বন্ধুত্বের দিনে এই প্রার্থনাও করেছেন সেলেব৷

  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement