Advertisement
Advertisement

অন্তঃসত্ত্বা ছিলেন! বিয়ের দিনও কেন এই প্রশ্ন উঠল সোনমকে নিয়ে?

কেন বিয়ের দিনেও নায়িকাকে সোশ্যাল মিডিয়ার কটাক্ষের শিকার হতে হল?

Trolls attack Sonam Kapoor on her wedding
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 8, 2018 5:28 pm
  • Updated:May 8, 2018 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দিনও রেহাই পেলেন না। নেটদুনিয়ার কটাক্ষের শিকার সদ্য বিবাহিত সোনম কাপুরকে হতেই হল। এক বছরও হয়নি জেঠিমা শ্রীদেবীর মৃত্যুর। এর মধ্যেই বিয়ে করার এত তাড়া কেন ছিল অভিনেত্রীর? তাহলে কি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন? আর এ কারণেই সাত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেললেন? এমন প্রশ্নই তুললেন নেটিজেনরা। কেউ কেউ আবার তাঁকে ভারতীয় প্রথা মেনে বিয়ে করার জন্য কাঠগড়ায় দাঁড় করালেন।

The #EverydayPhenomenal couple turning up the quirk 😂 This video is so adorable, we have happy tears in our eyes! Keeping up with #SonamKiShaadi ✨

Advertisement

A post shared by #POPxoDaily (@popxodaily) on

[কাপুর পরিবারে সানাইয়ের সুর, সোনম-আনন্দের বিয়েতে শামিল তারকারা]

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ দুবাইয়ের পাঁচতারা হোটেলের বাথটবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, আকস্মিক দুর্ঘটনার জন্যই মৃত্যু হয়েছে নায়িকার। তার ১০ সপ্তাহের মধ্যেই কাপুর পরিবারে সানাইয়ের সুর। শিখ ধর্মের নিয়ম অনুযায়ী সাতপাঁকে বাঁধা পড়লেন সোনম-আনন্দ। পরিবারের একজনের মৃত্যুর পরই সব ভুলে এভাবে আনন্দে মেতে ওঠা কি ঠিক? সোনম কি অন্তঃসত্ত্বা ছিলেন? তাহলে বিয়ে করার এত তাড়া কেন ছিল? উঠে গেল সে প্রশ্ন।

 

[যিশুর মেয়ে সারা শুধু নয়, সৃজিতের ‘উমা’য় থাকছে আরও চমক]

কিছুদিন আগেই কাঠুয়া গণধর্ষণ নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘ফেক হিন্দু’দের কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। তার জেরেই অনেকে প্রশ্ন তুলেছেন, যদি হিন্দু নিয়ে এতই আপত্তি নায়িকার ছিল তাহলে ভারতীয় প্রথা অনুযায়ী বিয়েটা সারলেন কেন?

 

তবে তর্ক-বিতর্ক যতই থাক। আপাতত আনন্দের সঙ্গে বিয়ের আনন্দে শামিল অভিনেত্রী।  বান্দ্রায় নিয়ম মেনে বিয়ে হয়ে গিয়েছে। সন্ধ্যায় লীলা হোটেলে রয়েছে রিসেপশন। তা নিয়ে চূড়ান্ত ব্যস্ত কাপুর পরিবার।

[অগ্নিদেবের হাত ধরে সুচিত্রা ভট্টাচার্যর ‘গহিন হৃদয়’ এবার বড়পর্দায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement