Advertisement
Advertisement

Breaking News

বড়পর্দায় অভিষেক তৃণার, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

‘খোকাবাবু’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তৃণাকে৷

Trina Saha's big screen debut
Published by: Sayani Sen
  • Posted:February 25, 2019 4:57 pm
  • Updated:March 1, 2019 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খোকাবাবু’র সঙ্গে জুটি বেঁধে বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তৃণা সাহা৷ ওই মেগা সিরিয়ালই পরিচিতি দিয়েছিল তাঁকে৷ ছোটপর্দায় কাজ আপাতত নেই৷ এবার বড়পর্দায় অভিষেকের পালা অভিনেত্রীর৷ ‘থাই কারি’ ছবিতেই দেখা যাবে তাঁকে৷

অস্কার মঞ্চে ভারতের প্রাপ্তি, সেরা তথ্যচিত্রের শিরোপা জিতল ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’

দুটি তরুণ-তরুণীর প্রেমের কাহিনিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘থাই কারি’৷ দুজনে প্রেম করলেও, চরিত্রগত দিক দিয়ে এক্কেবারেই আলাদা৷ তরুণী অত্যন্ত সাধারণভাবেই জীবনযাপন করতে অভ্যস্ত৷ কিন্তু তাঁর প্রেমিক মোটেও সেরকম নন৷ প্রেমকে পরিণতি দিতে বাবা-মাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি দেন তরুণী৷ শেষ পর্যন্ত কি বিয়ে হবে তাঁদের, সেই প্রশ্নের উত্তর দেবে ‘থাই কারি’৷ এক সাধারণ তরুণীর চরিত্রে অভিনয় করছেন তৃণা৷ তাঁর প্রেমিকের চরিত্রে দেখা যাবে হিরণকে৷ প্রথমবার বড়পর্দায় অভিনয় নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তৃণা৷ তিনি বলেন, ‘‘থাই কারি’তে অভিনয় করতে অত্যন্ত ভাল লাগছে৷ শুটিংয়ের জন্য আপাতত থাইল্যান্ডে আছি৷ একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে আমাদের৷ শুটিং করতে করতে গোটা টিম খুব মজাও করছি৷ খাওয়াদাওয়া নিয়ে একটু সমস্যায় পড়েছি৷ কী খাব বুঝতেই পারছি না৷ তাই অধিকাংশ সময়েই আমি থাই কারি খাচ্ছি৷ তবে ভাত, ডাল, আলু সেদ্ধ খেতে আমি বেশি ভালবাসি৷’’

Advertisement

দেশের প্রথম টেস্টটিউব বেবির জনকের গল্প এবার বড়পর্দায়

এক্কেবারে পারিবারিক ছবি ‘থাই কারি’৷ ছবির বেশিরভাগ অংশই শুটিং হবে থাইল্যান্ডে৷ তৃণা, হিরণ ছাড়াও এই ছবিতে থাকছেন রুদ্রনীল ঘোষ, সোহম চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, বিদ্যা সিনহা মিম, পৌলমী দাস, ব়্যাচেল হোয়াইট-সহ আরও অনেকে৷ ছোটপর্দায় অভিনয়ের সুবাদে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তৃণা৷ ‘থাই কারি’র মাধ্যমে দর্শকদের মন ঠিক কতটা ছুঁতে পারেন তৃণা, সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement