Advertisement
Advertisement

Breaking News

বাঙালির কৌতুহল বাড়িয়ে ফিরে এল ‘বং’ গ্যাং

বাঙালির পায়ের তলায় নাকি সর্ষে?

Trailer of The Bongs Again released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 3:11 pm
  • Updated:August 6, 2021 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের তলায় সর্ষে৷ তবে যেই চুলোতেই যাক, প্রাণ তাঁর পড়ে থাকে এই ‘ধানসিড়িটির তীরে’ই৷ ‘বং’ হয়েও বাঙালির হৃদ মাঝারে রয়ে যায় গঙ্গাপাড়ের ‘কানেকশন’৷ এই ‘কানেকশন’-এর তাগিদেই নিজের ‘বং’ গ্যাং নিয়ে ফিরে আসছেন পরিচালক অঞ্জন দত্ত৷ সামনে এল ‘দ্য বংস এগেইন’-এর প্রথম ঝলক৷

Advertisement

‘এসকে মুভিজ’-এর প্রযোজনায় এই নতুন ছবিতে মুখ্য ভূমিকায় অঞ্জন দত্তের সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পার্ণো মিত্র, গৌরব চক্রবর্তী, নেহা পান্ডা, হাসান খানের মতো অভিনেতারা৷ সুরকার নীল দত্ত৷

দুই তরুণীর জীবনের মাধ্যমে এবারে নিজের ‘বং’দের গল্প সাজিয়ে তুলেছেন অঞ্জন দত্ত৷ কলকাতার পাশাপাশি উঠে এসেছে প্রবাসী বাঙালির জীবনও৷ ১৩ জানুয়ারি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি৷ তার আগে বাঙালির কৌতুহল অনেকটাই বাড়িয়ে দিল এই ট্রেলার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement