Advertisement
Advertisement

Breaking News

একা মায়ের লড়াইয়ের কাহিনি ‘হেলিকপ্টার এলা’, প্রকাশ্যে ছবির ট্রেলার

দেখুন ট্রেলার৷

Trailer launch of Kajol's upcoming movie 'Helicopter Eela'
Published by: Sayani Sen
  • Posted:August 5, 2018 6:15 pm
  • Updated:August 5, 2018 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সেই অসাধারণ হাসি৷ একঢাল কালো চুল৷ কথার ফুলঝুরি৷ গসিপহীন কেরিয়ার৷ এই বৈশিষ্ট্যগুলির কথা বললেই, যাঁর নাম মনে পড়ে, তিনি কাজল ছাড়া আর কেউ হতেই পারেন না৷ নয়ের দশকে একের পর এক ছবি সাড়া জাগিয়েছিল বলিউডে৷ সেই অভিনেত্রীই লম্বা ছুটির পর ‘দিলওয়ালে’-র হাত ধরে ফেরেন সিনে দুনিয়ায়৷ তারপর আবারও ব্রেক৷ এবার পালা ‘হেলিকপ্টার এলা’-র৷ ছবির পোস্টার লঞ্চ হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন আগেই৷ এবার প্রকাশ্যে এল ট্রেলার৷ যা ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া জাগিয়েছে৷

[চুটিয়ে প্রেম করছেন এষা-হার্দিক! কী বললেন অভিনেত্রী?]

কাজল নিজেও একজন ইমোশনাল মানুষ৷ তাঁর কামব্যাক ছবিও হতে চলেছে সেই একইরকম আবেগপ্রবণ৷ ইদানিং নারীকেন্দ্রিক সিনেমার প্রতি ঝুঁকেছে বলিউড৷ ‘হেলিকপ্টার এলা’-ও খানিকটা একই ধরনের সিনেমা৷ একজন সিঙ্গল মাদার ও ছেলের সম্পর্কের রসায়নেই ‘হেলিকপ্টার এলা’-র গল্পের প্রেক্ষাপট বুনেছেন পরিচালক৷ সিনেমায় একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে কাজলকে৷ যিনি একজন গায়িকাও৷ ছবিতে কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেনের মা কাজল৷ ট্রেলারে দেখা যাচ্ছে, কলেজ পড়ুয়া ছেলের প্রতি অত্যন্ত পজেসিভ মা৷  ছেলেকে সবসময় আগলে রাখতে আবার পড়াশোনা শুরু করেন তিনি৷ কিন্তু ছেলের প্রতি অত্যন্ত নজরদারি ছেদ আনে মা ও ছেলের সম্পর্কে৷ ছেলের সঙ্গে সাময়িক সংঘাতেই আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পান কাজল৷ একজন সন্তানের মায়ের পাশাপাশিই এলা (কাজল) যে একজন গায়িকাও, তাই তাঁর নিজের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত, তা বুঝতে পারেন তিনি৷ শেষ পর্যন্ত কীভাবে মা ও ছেলে আবার কাছাকাছি আসে, তাই দক্ষ হাতে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক প্রদীপ সরকার৷ একা মায়ের লড়াই, ঘাত-প্রতিঘাত, দুঃখ আনন্দের জলছবিকে এক ফ্রেমে ধরেছেন তিনি৷

Advertisement

[পাকিস্তানে নিষিদ্ধ ‘মুলক’, খোলা চিঠি লিখলেন পরিচালক]

[বাবার পরিচয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে, নেটিজেনদের সমালোচনায় বিরক্ত সুহানা]

সিনেমার প্রযোজনায় অজয় দেবগণ৷ দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও৷ ‘কাহানি টু’-র পর আবার বড়পর্দায় ‘হেলিকপ্টার এলা’-য় দেখা যাবে তাঁকে৷ সব কিছু ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে কাজলের কামব্যাক মুভি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement